নতুন মন্ত্রিসভার শপথ সোমবার
নতুন মন্ত্রিসভার শপথ আগামী সোমবার বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাদের শপথবাক্য পাঠ করাবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, সোমবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও পরবর্তী মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা শপথ নেবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের জন্য এর মধ্যেই আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, আজ বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে গেলে তাকে এই আহ্বান জানানো হয়।
এর মধ্যেই আজ আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সাংসদরা শপথ নিয়েছেন। তবে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেননি।
Comments