জাতীয় পার্টি প্রধান বিরোধীদল: এরশাদ
একাদশ জাতীয় সংসদে বিরোধীদলের ভূমিকা পালন করবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।
আজ (৪ জানুয়ারি) এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির সব নেতা-কর্মী-সমর্থক এবং দেশবাসীর উদ্দেশে আমি এই মর্মে জানাচ্ছি যে, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধীদল হিসেবে দায়িত্ব পালন করবে।”
এতে আরও বলা হয়, “পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধীদলের নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।”
জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়াও বলা হয়, সংসদের স্পিকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে অনুরোধ জানানো হচ্ছে।
উল্লেখ্য, নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭, হুসেইন মুহম্মদ এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২২, বিএনপি ৫, ওয়ার্কার্স পার্টি ৩, জাতীয় সমাজতান্ত্রিক দল ২, বিকল্পধারা বাংলাদেশ ২, গণফোরাম ২, আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) এক, তরিকত ফেডারেশন এক এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসনে জয়লাভ করেছে।
Comments