‘আশরাফুল ভালো খেললে বাংলাদেশের লাভ’

আশরাফুল জ্বলে উঠলেই জয় পেত বাংলাদেশ। এক সময় এটাই ছিল বাস্তব সত্য। তবে এখন দলে অনেক তারকা। যে কেউ জ্বলে উঠতে পারেন নিজেদের দিনে। কিন্তু তারপরও আশরাফুল দেশের ক্রিকেটের অন্যতম সেরা একটি নাম। নিষেধাজ্ঞা কাটিয়ে আবার খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। আর তিনি ভালো খেলতে পারলে তা বাংলাদেশের জন্য ভালো হবে বলে মনে করেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহীম।
আশরাফুল। ছবি: ফিরোজ আহমেদ।

আশরাফুল জ্বলে উঠলেই জয় পেত বাংলাদেশ। এক সময় এটাই ছিল বাস্তব সত্য। তবে এখন দলে অনেক তারকা। যে কেউ জ্বলে উঠতে পারেন নিজেদের দিনে। কিন্তু তারপরও আশরাফুল দেশের ক্রিকেটের অন্যতম সেরা একটি নাম। নিষেধাজ্ঞা কাটিয়ে আবার খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। আর তিনি ভালো খেলতে পারলে তা বাংলাদেশের জন্য ভালো হবে বলে মনে করেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহীম।

এই বিপিএলেই স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষেধাজ্ঞায় পড়েছিলেন আশরাফুল। ফিরলেন পাঁচ বছর পর। মাঝে অবশ্য ঘরোয়া ক্রিকেটের অন্যসব আসরে খেলার অনুমতি পেয়েছিলেন। তাতে পারফরম্যান্স খুব একটা খারাপ ছিল না। তবে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় ছন্দে ফিরতে বেশ সংগ্রাম করতে হয়েছে। তাই এ আসরে ভালো খেলতে পারলে দেশের ক্রিকেটের জন্য বড় লাভ হবে বলে মনে করেন মুশফিক, ‘উনি অনেক কষ্ট করেছন। ঘরোয়া অন্যান্য পর্যায়ে পারফর্ম করেছেন। উনি ইনশাল্লাহ ভালো খেলবেন। আর উনি ভালো খেললে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো।’

বিপিএলের প্রথম আসরে মাশরাফি বিন মুর্তজার অধীনে খেলেছিলেন আশরাফুল। দুইবারই হয়েছেন চ্যাম্পিয়ন। এবার খেলবেন মুশফিকের অধীনে। চ্যাম্পিয়ন এ ক্রিকেটারের লক্ষ্যটাও এবারও একই। জ্বলে উঠতে উন্মুখ হয়ে আছেন। তার অন্তর্ভুক্তি চিটাগংয়ের জন্য যেমন দারুণ, তেমনি আশরাফুলের জন্যও বড় সুযোগ। নিঃসন্দেহে এ সুযোগটা লুফে নিতে চাইবেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

কাগজে কলমে খুব একটা শক্তিশালী দল গড়তে পারেনি চিটাগং। তবে মাঠে তারা ভালো খেলবেন বলেই আশা করছেন মুশফিক, ‘কাগজে-কলমে আমাদের দলটা অতো শক্তিশালী না হলেও আমাদের কিন্তু কয়েকজন কার্যকর টি-টোয়েন্টি খেলোয়াড় আছে। যাদের নিয়ে আমরা খুব ভালো একটা ম্যাচ দিয়ে আসর শুরু করতে পারবো বলে আত্মবিশ্বাসী আছি। শুরুটা গুরুত্বপূর্ণ। এটাতেই আপাতত মনোযোগ। এখন মাঠে পরিকল্পনা প্রয়োগ করাটাই জরুরি।’

বেশ কিছু মান সম্পন্ন স্থানীয় খেলোয়াড় থাকলেও বিদেশি খেলোয়াড়ে খুব বড় নাম নেই চিটাগংয়ের। তাই দেশি খেলোয়াড়দের কাছ থেকেই নিজেদের সেটাই চাইছেন অধিনায়ক, ‘বিদেশিরা হয়তো দারুণ পারফর্ম করে, কিন্তু স্থানীয়দের অবদানও খুব ভালো থাকে।  আমাদের দলে ব্যাটিং-পেস ও স্পিন অ্যাটাকে ভালো খেলোয়াড় আছে। তবে সবচেয়ে বড় কথা হলো মাঠে ভালো খেলা। আমরা চেষ্টা করছি দ্রুত দল হিসেবে দাঁড়াতে। আমাদের বিশ্বাস চিটাগং কিছু চমক দেখাতে পারবে। কিছু কিছু খেলোয়াড় আছে, যারা খুব ভালো কিছু করবে বলে বিশ্বাস করি।

Comments