মাঠে গড়াল বিপিএল, আগ্রহ কম দর্শকদের

দেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরুতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আসর শুরু হলেও বর্তমানে সাদামাটা-ভাবেই উদ্বোধন হয় এ আসরের। এবারও তার ব্যতিক্রম নয়। তবে উদ্বোধনী ম্যাচের শুরুতে আগ্রহ দেখা যায়নি সমর্থকদের। গ্যালারীর প্রায় পুরোটাই খালি।
ছবি: ফিরোজ আহমেদ।

দেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরুতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আসর শুরু হলেও বর্তমানে সাদামাটা-ভাবেই উদ্বোধন হয় এ আসরের। এবারও তার ব্যতিক্রম নয়। তবে উদ্বোধনী ম্যাচের শুরুতে আগ্রহ দেখা যায়নি সমর্থকদের। গ্যালারীর প্রায় পুরোটাই খালি।

এদিন ম্যাচ শুরুর আগে টসের পর দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর বেলুন উড়িয়ে আসরের উদ্বোধন করেন তিনি। তবে উদ্বোধনী ম্যাচে তাও আবার সাপ্তাহিক ছুটির দিনে দর্শকদের অনাগ্রহ ভাবিয়েছে আয়োজকদের।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও সাগর পাড়ের দল চিটাগং ভাইকিংস। রংপুরের নেতৃত্ব দিচ্ছেন দেশ সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশের তুমুল জনপ্রিয় এ খেলোয়াড় সম্প্রতি জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে পার্লামেন্টের সদস্য হয়েছেন তিনি। তার দলে আছেন ক্রিস গেইল, অ্যালেক্স হেলসের মতো খেলোয়াড়ও।

আর প্রতিপক্ষ চিটাগং অপেক্ষাকৃত দুর্বল হলেও আছেন মুশফিকুর রহীমের মতো খেলোয়াড়। আছেন পাঁচ বছর পর বিপিএলে ফিরে আসা মোহাম্মদ আশরাফুলও। কিন্তু তারপরও সমর্থকদের আগ্রহ তেমন দেখা যায়নি।

মূলত ম্যাচের সময় নিয়েই অসন্তোষ রয়েছে দর্শকদের। প্রথম ম্যাচে শুরু হচ্ছে সাড়ে ১২টায়। এ সময়ে মাঠে রৌদ্রের প্রকোপ প্রচণ্ড থাকে বলেই উপস্থিতি কম। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে কদিন আগেই। যার রেশ কাটেনি এখনও। তবে দিনের দ্বিতীয় ম্যাচে উপস্থিতি বাড়তে পারে বলেই আশা করছেন আয়োজকরা।

Comments