এমনকি ভিলিয়ার্স নামলেও মিরপুরের উইকেটে কি হবে ‘ঈশ্বরই জানেন’
বিপিএলের গেল আসরে বড় আলোচনার বিষয় ছিল মিরপুরের উইকেট। উইকেট নিয়ে সমালোচনা করায় শাস্তিও পেয়েছিলেন তামিম ইকবাল। শুরু হয়েছে বিপিএলের নতুন আসর। তবে সেই পুরনো রোগ সারেনি এখনো। প্রথম ম্যাচে লো স্কোরিং লড়াইয়ের পর রংপুর রাইডার্সের রবি বোপারা মিরপুরের অননুমেয় উইকেটে এবিডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানের ভালো করা নিয়েও নিজের সংশয় জানিয়েছেন।
বিপিএলের প্রথম ম্যাচেই মিলেছে মন্থর পিচের দেখা। আগে ব্যাট করে তারকায় ঠাসা রংপুর রাইডার্স করতে পারে মাত্র ৯৮ রান। ওই রান তাড়া করতে গিয়েও ৭ উইকেট হারিয়ে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে চিটাগাং ভাইকিংসকে।
রংপুরের হয়ে ৪৪ রান করা বোপারা ম্যাচ শেষে উইকেট নিয়ে রাখঢাক না রেখেই শুনিয়েছেন হতাশার কথা, ‘মিরপুরের উইকেট খুবই অননুমেয়। চটগ্রাম আর সিলেটে অনেক রান হয়। আপনি ১৭০ থেকে ২০০ করতে পারেন। কিন্তু এখানে যদি ১৫০ করে ফেলেন তাহলে প্রতিপক্ষের জন্য কাজটা ভীষণ কঠিন।’
রংপুর এবারও দলে রেখেছে বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইলকে। প্রথম ম্যাচের দিনই তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন, নামবেন দ্বিতীয় ম্যাচ থেকে। আসছেন আরেক বিস্ফোরক ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স। এই দুজনকে নিয়ে অনেক প্রত্যাশা তাদের। কিন্তু মিরপুরের এই উইকেটে ভিলিয়ার্স নামলেও যেন চার-ছক্কার বন্যা হবে না তেমনই ইঙ্গিত দিলেন বোপারা, ‘গেইল আর ভিলিয়ার্সের মতো দুই বিশ্বমানের ব্যাটসম্যান লাইনআপে পাওয়া প্রতিপক্ষের জন্য ভীতিকর। ভিলিয়ার্স প্রথম ছয় ম্যাচ পর আসবে। আমরা জানি পরের পর্ব সিলেট ও চট্টগ্রামে ভালো উইকেটে খেলা হবে। এটা আমাদের জন্য ভালোই হয়েছে যে সে ভালো উইকেট পাবে। কিন্তু মিরপুরে কি হবে কেবল ঈশ্বরই জানেন। যদি ভিলিয়ার্স চট্টগ্রামে সেট হতে পারে তাহলে বোলারদের শুভ কামনা জানাই।’
টি-টোয়েন্টি ক্রিকেটের মার মার কাট কাট ধারার চিরায়ত খেলা না হওয়ায় দায় আছে উইকেটের। তবে প্রথম ম্যাচে রংপুরের ব্যাটসম্যানদের দায়ও কম নয়। বোপারা তা স্বীকার করে বললেন আরেকটু ভালো খেলা উচিত ছিল তাদের, ‘আমার মনে হয় আজ আরও বেশি রান হওয়া উচিত ছিল। আমার মতে ১৩০ এই উইকেটে চ্যালেঞ্জিং। শট খেলার জন্য এই ধরণের উইকেট খুব কঠিন।’
Comments