৫ ঘণ্টা পর তুলে নেওয়া হলো অবরোধ

বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা রাজধানীর উত্তরা অংশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখার পর তা খুলে দিয়েছেন।
৬ জানুয়ারি ২০১৯, রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে রেখেছেন পোশাক শ্রমিকরা। ছবি: ট্রাফিক অ্যালার্ট/আবীর আহমেদ রিদওয়ান

বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা রাজধানীর উত্তরা অংশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখার পর তা খুলে দিয়েছেন।

আজ (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে নতুন বেতন-ভাতার প্রতিশ্রুতি পাওয়ার পর তারা অবরোধ তুলে নেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার নাভিদ কামাল শৈবাল দ্য ডেইলি স্টারকে বলেন, উত্তরা পুলিশ এবং পোশাক কারখানার কয়েকজন মালিকের সঙ্গে শ্রমিকদের বৈঠকের পর অবরোধ তুলে নেওয়া হয়।

মহাসড়কের উত্তরা অংশে সকাল ৯টা থেকে শ্রমিকদের অবরোধের ফলে হাজার হাজার পথচারী বিপাকে পড়েন।

প্রায় ২০টি পোশাক কারখানার ৫ হাজারের বেশি শ্রমিক বেতন বৃদ্ধি ও বকেয়া পাওনা আদায়ের জন্যে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। সেসময় তারা মহাসড়কটি অবরোধ করে রাখেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, উত্তরা ও আব্দুল্লাহপুরের পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ১১টার দিকে বিমানবন্দরের সামনে গোল চত্বরটি অবরোধ করেন। এর ফলে রাস্তার দুই পাশে যান চলাচল থেমে গিয়ে তীব্র জটের সৃষ্টি হয়। এমনকি, বিদেশগামী যাত্রীরা অবরোধের কারণে ভোগান্তির শিকার হন।

Comments