সেই রানআউট নিয়ে ওয়ার্নারের প্রতিক্রিয়া
শুরুতে লিটন দাসকে হারিয়ে তরুণ তৌহিদ হৃদয়কে নিয়ে ইনিংস মেরামতে ছিলেন সিলেট সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু পঞ্চম ওভারে দুর্ভাগ্যজনক রান আউটে ফিরতে হয় তাকে। দলের সেরা ব্যাটসম্যান ওয়ার্নারের বিদায়ের পর খুব বড় সংগ্রহ করতে পারেনি সিলেট, তবু লড়েছে শেষ ওভার পর্যন্ত। ম্যাচ শেষে তৌহিদ হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি আর আম্পায়ারের ওই সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এই অস্ট্রেলিয়ান।
পঞ্চম ওভারের তৃতীয় বল। স্কয়ার লেগে ঠেলে দিয়েই হৃদয় রানের জন্য ডেকেছিলেন ওয়ার্নারকে। ডাক পেয়েই দৌড়ে আরেক প্রান্তে চলে যান ওয়ার্নার, কিন্তু বল ফিল্ডারের হাতে দেখে কল ফিরিয়ে নিয়ে দৌড় বন্ধ করে দেন হৃদয়। দুই ব্যাটসম্যানই এক প্রান্তে থাকায় একজনকে রানআউট হতেই হতো। এসব পরিস্থিতিতে সাধারণত সেরা ব্যাটসম্যানের জন্য দলের স্বার্থে উইকেট বিলিয়ে দেন জুনিয়ররা। হৃদয় তা না করে নিজেকে আঁকড়ে রাখতে যান।
ঘটনার শেষ নয় এখানেও। রিপ্লেতে কে আউট হয়েছেন দেখতে গিয়ে দেখা যায় দুজনই ক্রিজে কাছাকাছি সময়ে পৌঁছালেও হৃদয়ের ব্যাট ছিল উপরে। নিয়ম অনুযায়ী আউট হওয়ার কথা তারই। কিন্তু টিভি আম্পায়ার শরফুদৌল্লাহ আউট দিয়ে দেন ওয়ার্নারকে (১৩ বলে ১৪)। শেষ ওভারে গিয়ে ম্যাচের ফল হওয়ায় ওয়ার্নারের আউট নিয়ে ম্যাচ শেষেও চলেছে বিতর্ক।
সিক্সার্স অধিনায়ক নিয়মনীতি মাথায় রেখেই আম্পায়ারের ওই সিদ্ধান্ত নিয়ে হতাশার কথা জানিয়েছেন, ‘ছেলেরা বলছিল ওটা সঠিক সিদ্ধান্ত ছিল না। আমি দেখিনি কি ঘটেছিল। কিন্তু আপাতদৃষ্টিতে আমি ভেতরে ছিলাম। ক্যামেরার পেছনে যদি আপনি দাঁড়িয়ে থাকেন এবং এ ধরণের সিদ্ধান্ত মিস করতে পারেন, আমি বিষয়টি বুঝতে পারছি না। যিনি সিদ্ধান্ত দিয়েছেন আমি তার হয়ে এখানে কথা বলতে পারি না। যদি আউট না হয়ে থাকি, তাহলে আউট হইনি। আমার সিদ্ধান্তটা মেনে নিতেই হবে।’
আম্পায়ার না হয় ভুল করেছেন। কিন্তু তার দলেরই তরুণ হৃদয় কেন বুঝতে পারেননি ওয়ার্নারের উইকেটের মূল্য? ওয়ার্নার তরুণ ক্রিকেটারকে আগলে রেখে নিছকই ভুল বোঝাবুঝির আড়ালে ঢেকেছেন পুরো ঘটনা, ‘এটা আসলে কোন ব্যাপার না। দিনশেষে আমরা এ বিষয়ে কথা বলেছি। সে বললো যে তিন/চারবার সে আমাকে ডেকেছে। আমি বলেছিলাম যে আমাদের হ্যাঁ বলাটা ঠিক হবে না। আপনাকে বল মেরে অপেক্ষা করে দেখতে হবে। এটা ক্রিকেট খেলায় ঘটে থাকে। কেউ ভুল করেনি। এটা ভুল বোঝাবুঝি এবং আমরা এটা নিয়েই এগিয়ে যাই।’
Comments