'দলকে মাতিয়ে রাখছেন ওয়ার্নার'

afif
আফিফ হোসেন। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

দলের অধিনায়ক তিনি। তার উপর আবার দুষ্ট ছেলের তকমাটা আগেই পেয়েছেন তিনি। তাই দলকে মাতিয়ে রাখতে তার জুরি নেই ডেভিড ওয়ার্নারের। আগের ম্যাচে হেরে যাওয়ার পরও দলের সবাইকে নিয়ে মজা করে যাচ্ছেন এ অস্ট্রেলিয়ান। এমনটাই জানিয়েছেন দলের অন্যতম খেলোয়াড় আফিফ হোসেন।

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ দল গড়েছে সিলেট সিক্সার্স। তবে শুরুটা ভালো হয়নি তাদের। নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে গেছে তারা। সে ম্যাচে অধিনায়ক ওয়ার্নারকে রানআউট করে দিয়েছিলেন তৌহিদ হৃদয়। এতো কিছুর পরও মনমরা না হয়ে উল্টো দলকে চাঙ্গা করতে লেগে গেছেন অধিনায়ক।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে আসে সিলেট। সেখানেই ওয়ার্নারের উচ্ছ্বসিত প্রশংসা করেন তরুণ তারকা আফিফ। দলকে কিভাবে মাতিয়ে রাখছেন সে বর্ণনা দিয়ে বলেন, ‘সবসময়  দলের সবার সঙ্গে সম্পৃক্ত থাকছে সে, যখন অনুশীলন করছি বা হোটেলে থাকছি। অনেক মজা করছে। সবাইকে সবসময় একসঙ্গে রাখছে, যেটি দলকে খুব সাহায্য করছে।’

বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ই ওয়ার্নার। আগ্রাসী এ ব্যাটসম্যানের ধরণটা টি-টোয়েন্টি সংস্করণের জন্যও আদর্শ। তাই তার কাছ থেকে কিছু কলা কৌশলও শিখে নিতে চেষ্টা করছেন আফিফ, ‘ওয়ার্নার যেহেতু ওপেনার, ব্যাটিংয়ের দিক থেকে অনেক কিছু শেখার আছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লে কিভাবে কাজে লাগায়, টপ অর্ডারে কিভাবে ইনিংস গড়ে, এই জিনিসগুলো কাছ থেকে দেখে অনেক কিছু শেখার আছে।’

প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে লড়াইটা সমান তালেই করেছিল সিলেট। তবে কিছু ভুলের জন্য হারতে হয় তাদের। এবার সেসব ভুলগুলো শুধরে চান আফিফ, ‘প্রথম ম্যাচে রান খুব বেশি করতে পারিনি আমরা। তার পরও অনেক লড়াই করেছি। সেটিকে ইতিবাচক হিসেবে নিচ্ছি আমরা। এটিকে ধরে রেখেই পরের ম্যাচে আরও ভালো খেলতে চাই। এভাবেই এগোনোর পরিকল্পনা আমাদের।’

Comments

The Daily Star  | English

US bomber jets leave UK base; Iran launches 'Fattah-1 missiles' towards Israel

Israel and Iran attacked each other for a sixth straight day on Wednesday, and Israeli air power reigns over Iran, but needs US for deeper impact

9h ago