বিপিএলের মতো আরও একটি টুর্নামেন্ট চান নাফীস

বিপিএলের আদলে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছিলেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। শেষ পর্যন্ত তা আর মাঠে গড়ায়নি। তবে খেলোয়াড়রা ঠিকই বুঝতে পারছেন এর প্রয়োজনীয়তা। বিপিএলে মানিয়ে নেওয়ার জন্য আরও টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলে ভালো হতো বলে মনে করেন রাজশাহী কিংসের অভিজ্ঞ ক্রিকেটার শাহরিয়ার নাফীস।
Shahriar Nafees
ফাইল ছবি: একুশ তাপাদার

বিপিএলের আদলে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছিলেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। শেষ পর্যন্ত তা আর মাঠে গড়ায়নি। তবে খেলোয়াড়রা ঠিকই বুঝতে পারছেন এর প্রয়োজনীয়তা। বিপিএলে মানিয়ে নেওয়ার জন্য আরও টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলে ভালো হতো বলে মনে করেন রাজশাহী কিংসের অভিজ্ঞ ক্রিকেটার শাহরিয়ার নাফীস।

জাতীয় নির্বাচনের পর এক সপ্তাহ পার না হতেই অনেকটা তড়িঘড়ি করে শুরু হয় বিপিএল। ফলে ফ্র্যাঞ্চাইজি দলগুলো প্রস্তুতি ম্যাচ তো দূরের কথা ঠিক মতো অনুশীলনও করতে পারেনি। তাই আসরের শুরুতে দলের সঠিক কম্বিনেশন খুঁজে পেতে বেশ ঝামেলায় পড়তে হয়েছে দলগুলোকে। তবে ঘরোয়া পর্যায়ে আরও একটি এমন টুর্নামেন্ট থাকলে এ সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যেত বলে মনে করেন নাফীস। পাশাপাশি এ সংস্করণে দেশের খেলোয়াড়দের উন্নতি হতো বলে মনে করেন তিনি।

‘এখানে অনেক সময় বিদেশি তারকারা বেশি পারফর্ম করছে। স্থানীয় খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা করতে কষ্ট হচ্ছে। আমি মনে করি আমি বিশ্বাস করি আমাদের প্রিমিয়ার লিগের সাথে বা জাতীয় লিগের সাথে বা বিসিএলের সাথে একটা ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট থাকতো, তাহলে স্থানীয় ক্রিকেটাররা ঔখানে খেলে প্রস্তুত হয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টটা বুঝে বিপিএলে আরো ভালো পারফর্ম করতে পারত। আমি বিশ্বাস করি এতে, সবমিলিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি পারফরম্যান্স উন্নতি করত।’-  এমনটাই বললেন নাফীস।

তবে শুধু বিপিএলের আদলে আরও একটি টুর্নামেন্ট আয়োজন করলেই যে সব সমাধান হয়ে যাবে তাও ভাবছেন না নাফীস। এর আগে ভালো উইকেট নির্মাণের দিকে গুরুত্ব দিতে বললেন তিনি, ‘উইকেটের যে বিষয়গুলো… বাংলাদেশের উইকেটগুলো একদমই আদর্শ নয়। টি-টোয়েন্টি ম্যাচে দেখা যায় ১৮০, ১৯০, ২০০ রানের উইকেট হয়, ওরকম না। একটা কঠিন। তবে আপনাকে যত দিন যাবে উন্নতি করতে হবে’     

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

53m ago