সাভারে পুলিশ-গার্মেন্টস কর্মী সংঘর্ষে আহত ৩০

সাভারে পুলিশের সঙ্গে আন্দোলনরত তৈরি পোশাক কর্মীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সকালে তৈরি পোশাক কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় আট জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
৯ জানুয়ারি ২০১৯, সাভারের উলাইল এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলাকালে বিজিবি সদস্য মোতায়েন করা হয়। ছবি: স্টার

সাভারে পুলিশের সঙ্গে আন্দোলনরত তৈরি পোশাক কর্মীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সকালে তৈরি পোশাক কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় আট জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশের সুপারিন্টেনডেন্ট শানা শামিনুর রহমান জানান, সকালে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সাভার বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। সাড়ে ৯টার দিকে পুলিশ সেখানে গিয়ে রাস্তা অবরোধমুক্ত করার চেষ্টা করলে সংঘর্ষে ২২ জন শ্রমিক ও আট জন পুলিশ সদস্য আহত হন।

৯ জানুয়ারি ২০১৯, সাভারে সাদা পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি শ্রমিকদের লাঠিপেটা করছে। ছবি: স্টার

বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে বলেও তিনি জানান।

সেখান থেকে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলেও সকাল ১০টার দিকে তারা আবার জড়ো হয়ে উলাইল বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এর প্রায় ৪০ মিনিট পর পুলিশ তাদের ফের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে।

ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধি জানান, দুপুর ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এসময় সাদা পোশাকে একদল লোককে শ্রমিকদের ওপর হামলা চালাতে দেখা যায়।

৯ জানুয়ারি ২০১৯, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্নস্থানে তৈরি-পোশাক শ্রমিকরা অবস্থান নেন। ছবি: স্টার

শিল্প পুলিশের ওই কর্মকর্তা জানান, শ্রমিক আন্দোলনের কারণে আশুলিয়ায় অন্তত ১২টি কারখানা বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: সাভারে পুলিশের গুলিতে গার্মেন্টস কর্মী নিহত, দাবি পরিবারের

Comments

The Daily Star  | English

Malaysian PM Anwar Ibrahim arrives in Dhaka

This is the first visit by a head of a foreign government since the Yunus-led interim govt took charge

8m ago