বিএনপি, ঐক্যফ্রন্ট এখন কিছুই করতে পারবে না: কাদের
বিএনপি এবং জাতীয় ঐক্যজোট আন্দোলন ও নির্বাচনে পরাজিত হয়েছে। তারা এখন কিছুই করতে পারবে না- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (৯ জানুয়ারি) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সেসময় নতুন সরকারের মন্ত্রীরা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন।
Comments