জামায়াতের বিচারে আসছে সংশোধিত আইন: আনিসুল হক
সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা আন্দোলনের সময় মানবতাবিরোধী যে অপরাধ করছে তার বিচারে বিদ্যমান আইনকে সংশোধন করতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
প্রধানমন্ত্রীর নির্দেশ মতো আইন সংশোধন করা হবে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।
আজ (৯ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
গতবারে সরকারে থাকার সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের স্বাধীনতা আন্দোলনের সময় জামায়াতের মানবতাবিরোধী অপরাধ করার দায়ে সংগঠন হিসেবে এর বিচার করার জন্যে আইন সংশোধনের চেষ্টা করেছিলো। কিন্তু, তা শেষ করা যায়নি।
এছাড়াও, জাতিরজনক এবং কারাগারে জাতীয় চার নেতার হত্যার পেছনে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে একটি পৃথক কমিশন গঠন করা হবে বলেও জানান আইনমন্ত্রী।
Comments