বিস্ময় জাগানো মানুষদের নিয়ে অনুষ্ঠান
চ্যানেল আই-এর পর্দায় আগামীকাল (১০ জানুয়ারি) থেকে প্রচারিত হবে ‘আমাদের সন্তানেরা’ নামের অনুষ্ঠান।
অনুষ্ঠানটি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে।
নাসির উদ্দীন ইউসুফের উপস্থাপনায় প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন গণিত অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশি স্বর্ণপদক বিজয়ী আহমেদ জাওয়াদ চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করছেন রেহানা সামদানী।
নাসির উদ্দীন ইউসুফ বলেন, “মানুষ কখনও কখনও তার স্বপ্নের চেয়ে বড় হয়। আবার কখনও স্বপ্ন মানুষকে তার সময়ের সীমা ছাড়িয়ে নিয়ে যায় ভবিষ্যতের পথে। প্রতিদিনের দেখা মানুষটাই হঠাৎ যেনো বিশাল এক মানুষ হয়ে এসে দাঁড়ায় আমাদের সামনে। আমরা বিস্মিত হই, চমকে উঠি, ভাবি- এই মানুষ কোথায় ছিলেন। ‘আমাদের সন্তানেরা’ অনুষ্ঠানের মাধ্যমে চমক লাগানো এই মানুষগুলোকেই তুলে ধরতে চাই।”
Comments