নেইমারকে পেতে কৌতিনহোকে বিক্রি করছে বার্সেলোনা!
আবার বার্সেলোনায় ফিরতে চান নেইমার। ফুটবল পাড়ায় এ গুঞ্জন নতুন কিছু নয়। কিন্তু তাকে পেতে বিক্রিত দাম ২২২ মিলিয়ন ইউরো খরচ করতে হবে কাতালানদের। আর এ টাকার জোগান পেতে একজন খেলোয়াড় বিক্রি করতেই হচ্ছে তাদের। শুরুতে উসমান দেম্বেলেকে বিক্রি করতে চাইলেও সম্প্রতি ফিলিপ কৌতিনহোকে বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এমন গুঞ্জনই চাউর ফুটবল পাড়ায়।
নেইমার দল ছাড়ার পর উসমান দেম্বেলে ও ফিলিপ কৌতিনহোকে কিনেছিল বার্সেলোনা। শুরুতে দলের প্রথম পছন্দই ছিলেন কৌতিনহো। তবে সাম্প্রতিক সময়ে নিজের মান অনুযায়ী খেলতে পারছেন এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ওই দিকে চলতি মৌসুমে দুর্দান্ত খেলে চলেছেন দেম্বেলে। তার খেলায় মুগ্ধ অধিনায়ক লিওনেল মেসিও। তাকে বার্সেলোনার ভবিষ্যৎই বলেছেন অধিনায়ক। তাই সিদ্ধান্তের বদল করছে দলটি।
বার্সেলোনায় সদ্যই এক বছর পূর্ণ হয়েছে কৌতিনহোর। গত জানুয়ারিতে যোগ দেওয়ার পর গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেননি তিনি। তবে কোপা দেল রে ও লালিগায় মত ২২ ম্যাচ খেলে গোল দিয়েছেন ১০টি। জিতেছেন এ দুই শিরোপাও। তবে চলতি মৌসুমে বেশ সংগ্রামই করতে হচ্ছে তাকে। বার্সেলোনার শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে সুযোগ মিলেছে প্রথম একাদশে।
এদিকে গত কয়েকদিন ধরে ইংলিশ গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করছে, আগামী জুনেই ম্যানচেস্টারে পাড়ি দিচ্ছেন কৌতিনহো। দুই ক্লাবের মধ্যে নাকি আলোচনায় এগিয়েছে অনেক দূর। তাতেই গুঞ্জনটা আরও চাউর হয়।
বার্সেলোনার বাঁধন ছিন্ন করে গত মৌসুমের শুরুতে পিএসজিতে যোগ দেন নেইমার। মূলত লিওনেল মেসির ছায়া থেকে বের হতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিপত্তি বেঁধেছে হালের নতুন তারকা কিলিয়ান এমবাপেকে নিয়ে। রাশিয়া বিশ্বকাপে সেরা উদীয়মান তারকার খেতাব জয়ী এমবাপেই প্রচার পাচ্ছেন নেইমারের চেয়ে বেশি। যেটা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এ ব্রাজিলিয়ানের।
এছাড়াও লিগ ওয়ানের খেলার ধরণও ভাবাচ্ছে তাকে। বিশেষ করে প্রতিপক্ষ দলগুলোর মূল টার্গেটই থাকেন তিনি। যার খেসারত দিয়ে গত মৌসুমে পা ভেঙ্গে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। তবে শুধু যে এ কারণে বার্সেলোনায় ফিরতে চাইছেন তাও নয়। নেইমার ন্যু ক্যাম্পকে খুব মিস করছেন। বিশেষ করে মেসি, সুয়ারেজ ও রাফিনহার সঙ্গে তার সম্পর্কটা বেশ গভীর। পাশাপাশি ন্যু ক্যাম্পের আকার ও ভূমধ্যসাগরীয় জলবায়ুও মিস করছেন এ ব্রাজিলিয়ান।
নেইমার চাইলেও শুরুতে তাকে ফেরাতে তেমন আগ্রহী ছিল না বার্সেলোনা। তবে কদিন আগে স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে নেইমারকে ফিরিয়ে আনার ইঙ্গিত দেন মেসি। এছাড়াও ক্লাব পরিচালক গুলের্মো আমরও বলেছিলেন, ‘যে কোন কিছুই হতে পারে।’
Comments