চিন্তার কারণ দেখছে না কুমিল্লা
তারকায় ভরা ব্যাটিং লাইনআপ নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। শুরুতে নামেন তামিম ইকবাল, এভিন লুইসের মতো ব্যাটসম্যান। মিডল অর্ডারে স্টিভেন স্মিথ, শোয়েব মালিকের মতো নাম। আছেন শহীদ আফ্রিদি, এনামুল হক বিজয়, ইমরুল কায়সেররাও। তবু এদের নিয়েও রংপুর রাইডার্সের বিপক্ষে একশো রানও করতে পারেনি মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যরা। তবে কোচ সালাউদ্দিন ওই বিপর্যয়কে খুব বেশি আমলে নিতে চান না।
প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সকে ১২৭ রানে আটকে দিয়েও কুমিল্লাকে ওই রান টপকাতে খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। দ্বিতীয় ম্যাচে অবস্থা আরও করুণ। মাত্র ৬৩ রানে অলআউট হয়ে মাশরাফি মর্তুজাদের কাছে তারা হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে।
অমন হারের পরও দলের মনোবলে সমস্যা দেখছেন না কোচ। বরং ওই ‘দুর্ঘটনা’ কাটিয়ে ভালোভাবেই ফিরে আসার কথা জানালেন তিনি, 'আমার মনে হয় দলের মনোবল নিয়ে খুব একটা সমস্যা হয়নি। গত ম্যাচে আমরা আসলে উইকেটটা ঠিকমতো কাজে লাগাইনি। সেখানেই আসলে হেরে গিয়েছিলাম। যদিও আমরা ভাবি যে আমরা অনেক অভিজ্ঞ একটি দল, আমাদের ব্যাটিং অর্ডারও অভিজ্ঞ। আমরা ভালোভাবেই ফিরে আসব। আর আমার কাছে মনে হয় না আমাদের মনোবলে প্রভাব পড়বে খুব একটা।'
'পুরো টুর্নামেন্টে তো মাত্র দুটি ম্যাচ হলো। এখান থেকে আসলে এখনই কারও মনোবল চাঙ্গা বা কমে যাওয়ার বিষয় না। যেহেতু আরও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে যেকোনো দল, যেকোনো সময়েই মোমেন্টাম পেয়ে যেতে পারে।’
আপাতত উইকেট বুঝে ফেলার দিকে চিন্তা কুমিল্লা কোচের। এই উইকেটে বিদেশিদের থেকেও তিনি চেয়ে আছেন স্থানীয়দের দিকে, ‘আমার কাছে মনে হয় আমরা যদি উইকেটটি আরেকটু ভালো বুঝতে পারি। উইকেট আসলে কেমন হয়, কারণ ঢাকার উইকেটটি বুঝতে একটু কঠিন হচ্ছে। তারপরও মনে হয় খুব তাড়াতাড়ি আমরা মানিয়ে নিতে পারবো। বিশেষ করে আমাদের স্থানীয় ব্যাটসম্যানদের আরেকটু ভালো ভূমিকা পালন করতে হবে, কারণ তারা যেহেতু এখানে খেলে অভ্যস্ত বেশি, তাঁরা রান করতে পারলে আমাদের বাইরের ব্যাটসম্যানদের জন্য অনেক সুবিধা হবে।’
Comments