আলিস চমকেই হেরেছেন, বললেন মাশরাফি

২৮ বলে দরকার ৩৮ রান। হাতে আছে ৮টি উইকেট। তাও আবার উইকেটে আছেন সেট দুই ব্যাটসম্যান। যাদের একজন হাফসেঞ্চুরি করে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। অন্যজন ফিফটির দোরগোড়ায়। কিন্তু অবিশ্বাস্য ভাবে সেখান থেকে হেরে গেল রংপুর রাইডার্স। মূলত ঢাকা ডায়নামাইটসের আনকোরা বোলার আলিস আল ইসলামের ঘূর্ণিতে ২ রান দূরে থামে তারা। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও জানালেন আলিস চমকের কথা।
ছবি: ফিরোজ আহমেদ।
২৮ বলে দরকার ৩৮ রান। হাতে আছে ৮টি উইকেট। তাও আবার উইকেটে আছেন সেট দুই ব্যাটসম্যান। যাদের একজন হাফসেঞ্চুরি করে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। অন্যজন ফিফটির দোরগোড়ায়। কিন্তু অবিশ্বাস্য ভাবে সেখান থেকে হেরে গেল রংপুর রাইডার্স। মূলত ঢাকা ডায়নামাইটসের আনকোরা বোলার আলিস আল ইসলামের ঘূর্ণিতে ২ রান দূরে থামে তারা। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও জানালেন আলিস চমকের কথা।
 
গত শনিবার থেকে বিপিএল শুরু হলেও মূল আসর যেন শুরু হলো এদিনই। ডিআরএস সিস্টেমে আলট্রা এজ আসায় পেয়েছে পূর্ণতা। আর মাঠেও দর্শক কানায় কানায় পূর্ণ। আর উইকেটও ছিল ব্যাটিং সহায়ক। শুরু থেকেই চার ছক্কার ফুলঝুরি। এমন পরিবেশে নায়ক এমন একজন যে কিনা এতো দর্শকের সামনে তো দূরের কথা এতো বড় স্টেডিয়ামেও খেলেননি। তাই আলাদা ভাবে এ তরুণের প্রশংসাই করলেন মাশরাফি, ‘অবশ্যই ও ভালো করেছে। বলে ভ্যারিয়েশন আছে। ওর জন্যও ভালো হয়েছে যে এই ধরণের মঞ্চে এসে কঠিন মুহূর্তে ভালো বল করে ম্যাচ জিতিয়েছে।’
 
নানা রঙ ছড়ান ম্যাচে শেষ মুহূর্তে গিয়ে হারের কারণ উল্লেখ করে মাশরাফি বললেন, ‘যেটা বললাম ম্যাচটা সহজ ছিল। আমাদের সেট ব্যাটসম্যান। আমাদের জন্য চাপ ছিল শুরুতে। যখন ব্যাটিং শুরু করি তখন গেইল আউট হয়ে যায়। এরপর মারুফ। শুরু থেকেই চাপ ছিল। সব ধাপ পার করে যখন শেষ ধাপে এসে চাপ পড়ল। তখন আসলে চাপ আরও বেড়েছিল। বিশেষকরে ওই বোলারটা (আলিস) ভালো বল করেছে। লড়াইয়ে ওই জিততে পেরেছে।’
 
ঘরোয়া ক্রিকেটে অনেক দিন থেকে খেললেও আলিসকে চিনতেন মাশরাফি। এমনকি দলের দুই একজন ছাড়া তেমন কেউই না। এটাও বিশেষ সুবিধা দিয়েছে আলিসকে। তবে এতে অবাক হননি অধিনায়ক, ‘আমাদের যারা খেলেছে একাদশে তাদের দুই একজন জানে। আর বিদেশিরা তো না জানারই কথা। ও ভালো নিয়ন্ত্রণ করেছে। শেষ মুহূর্তে গিয়ে আমাদের ভুলের কারণে ম্যাচটা হেরেছি। কিন্তু কৃতিত্ব অবশ্যই তার। কারণ সে ওই সময় স্নায়ু-চাপ ধরে রেখেছিল।’

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

1h ago