আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের অবরোধ, পুলিশের লাঠিচার্জ

নতুন বেতন কাঠামো নিয়ে অসন্তুষ্ট গার্মেন্টস শ্রমিকেরা আজ (১২ জানুয়ারি) ফের সাভারের আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি ও জলকামান ব্যবহার করেছে।
আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর জলকামান ব্যবহার করেছে পুলিশ। আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ১২ জানুয়ারি, ২০১৯। ছবি: পলাশ খান

নতুন বেতন কাঠামো নিয়ে অসন্তুষ্ট গার্মেন্টস শ্রমিকেরা আজ (১২ জানুয়ারি) ফের সাভারের আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি ও জলকামান ব্যবহার করেছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা সেখানে মহাসড়কে অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সাভার প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে এই ঘটনায় পুলিশের লাঠিচার্জে প্রায় ১৫-২০ জন আন্দোলনকারী শ্রমিক আহত হন। গাড়ির জানালা লক্ষ্য করে শ্রমিকদের দিক থেকে ইটপাটকেল ছোড়া হয়েছে। এসময় বেশ কয়েকজন যাত্রীও আহত হন।

এদিকে আজ সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় পাঁচটি গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক ষষ্ঠ দিনের মতো রাস্তার নেমে এসে যান চলাচল আটকে দেয়। বিক্ষোভরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহার করেছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করেছে। ছবি: পলাশ খান

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

1h ago