ওপেন করতে নেমে মাশরাফির চমক, অতঃপর...
ঢাকা প্রিমিয়ার লিগে মাশরাফি মর্তুজাকে টপ অর্ডারে নামতে দেখা গেছে আগেও। তবে বিপিএলে এমনটা কখনো দেখা যায়নি। রাজশাহী কিংসের বিপক্ষে ১৩৬ রান তাড়ায় ক্রিস গেইলকে নিয়ে একদম ওপেন করতে নেমে গেছেন তিনি। তবে এই ফাটকা কাজে লাগেনি তার। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই আউট হয়ে যান তিনি।
রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে টস জিতে রাজশাহীকে ব্যাটিং দিয়েছিলেন মাশরাফি। দারুণ বোলিং করে মেহেদী হাসান মিরাজদের চেপে ধরেন। বল হাতে অধিনায়কই রেখেছেন মূল ভূমিকা। ৪ ওভার করে ২২ রানে নেন ২ উইকেট।
রাজশাহীকে শুরু থেকে চেপে ধরায় রংপুর রাইডার্সের লক্ষ্য থেকেছে নাগালের মধ্যেই। পুরো ২০ ওভার ব্যাট করে জাকির হাসানের অপরাজিত ৪২ রানে ৮ উইকেটে ১৩৫ রান জড়ো করে রাজশাহী।
ওই মাঝারি রান তাড়াতে মাশরাফিকে দেখা যায় গেইলের সঙ্গে ওপেন করতে নামতে। তাদের ওপেনিং জুটি টিকেছে মাত্র এক ওভার। প্রথম ওভারের একদম শেষ বলে কামরুল ইসলাম রাব্বির কাছে কুপোকাত হন রংপুর অধিনায়ক। কামরুলের অফ স্টাম্পের বাইরে লাফিয়ে উঠা বল চুমু লাগে মাশরাফির গ্লাভসে। উইকেট রক্ষক জাকির হাসান সহজেই সেই ক্যাচ জমান হাতে।
Comments