বিপিএলই মিরাজের অধিনায়কত্ব শেখার মঞ্চ: মাশরাফি
ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব নতুন কিছু নয় মাশরাফি বিন মুর্তজার জন্য। অন্যদিকে এবারই প্রথম সিনিয়র লেভেলে অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ। আর দেশ সেরা অধিনায়ক মাশরাফির বিপক্ষে প্রথম লড়াইয়ে জয় তরুণ অধিনায়ক মিরাজেরই। সামনে থেকেই মিরাজের নেতৃত্ব দেখেছেন মাশরাফি। তাতে বেশ খুশিও তিনি। বিপিএলই মিরাজের শিখে নেওয়ার মঞ্চ মনে করছেন রংপুর অধিনায়ক।
এর আগে ঘরের মাঠে ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মিরাজ। সেবার তার নেতৃত্ব সেমি-ফাইনাল খেলে বাংলাদেশ। যা এখন পর্যন্ত বাংলাদেশের সেরা সাফল্য। সে বছরেই জাতীয় দলে অভিষেক হয় তার। শুরুতে টেস্ট দলে জায়গা পেলেও ধীরে ধীরে সব সংস্করণেই নিজেকে প্রমাণ করেন তিনি। এমনকি তার মধ্যে অনেকেই বাংলাদেশের ভবিষ্যৎ অধিনায়ককে দেখতে পান।
কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর নেতৃত্ব আর করা হয়নি মিরাজের। এবারই প্রথম রাজশাহীর অধিনায়ক নির্বাচিত হন। আর মাশরাফির মতে অধিনায়ক হিসেবে নিজেকে গড়তে বিপিএলের চেয়ে ভালো কিছু হতে পারেন এ তরুণের জন্য। এখান থেকে শিখে নিলে মিরাজের নিজের জন্যও কাজে দিবে বলে মনে করেন মাশরাফি।
ম্যাচ শেষে তাই মিরাজের নেতৃত্ব নিয়ে মাশরাফি বললেন, ‘অবশ্যই ওর জন্য অনেক ভালো। ও এখান থেকে যতটুকু শিখবে আন্তর্জাতিক ম্যাচে ওর জন্য কাজে দিবে। শুধু আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্বের জন্য না, এখান থেকে যেন নেতৃত্বটা যেন নিতে পারে। এটা যত তাড়াতাড়ি নিতে পারে তত ভালো। ওর জন্য অবশ্যই এটা অনেক ভালো যে এসব ম্যাচে অধিনায়কত্ব করছে।’
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৩৫ রান করতে পেরেছিল মিরাজের রাজশাহী কিংস। এ পুঁজি নিয়ে লড়াইটা খুব একটা ভালোভাবে করতে পারেনি দলটি। রান তাড়ায় মাশরাফির রংপুর রাইডার্স সাবলীলভাবেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ ওভারেই বদলে যায় পাশা। মাত্র ৯ রান তুলতে গিয়ে ৫ রান দূরেই থেমেছে মাশরাফির দল।
Comments