নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান, বিক্ষোভ চলছে

RMG protest
১৪ জানুয়ারি ২০১৯, শ্রমিকরা সাভারের আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় শিল্প পুলিশের সদস্যরা। ছবি: স্টার

সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করে পোশাক শ্রমিকরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

আমাদের সাভার সংবাদদাতা জানান, আজ (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিভিন্ন তৈরি-পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ প্রকাশ করতে থাকে। সেসময় তারা মহাসড়কটি অবরোধ করে রাখার চেষ্টা করে।

তিনি আরও জানান যে অন্তত ১০টি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। পরে শিল্প পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।

এদিকে, শ্রমিকরা বলছেন যে তারা সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করেছেন।

Comments