আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘সারা’
এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে দেশের পোশাক খাতে সুনাম অর্জনকারী অন্যতম প্রতিষ্ঠান স্নোটেক্স গ্রুপের ‘সারা’ লাইফস্টাইল লিমিটেড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় সারা’র ৫৩ নং প্রিমিয়ার স্টলে নিয়মিত পোশাকের পাশাপাশি রয়েছে শীতকালীন পোশাক।
ম্যানজ এন্ড ওমেন্স বোম্বার জ্যাকেট, ম্যানজ এন্ড ওমেন্স কুইল্টেড ভেস্ট, ম্যানজ এন্ড ওমেন্স পাফার জ্যাকেট, বিভিন্ন রকমের হুডি, ম্যানজ ক্যাজুয়াল ব্লেজার, ফ্ল্যানেল শার্টস, ফ্ল্যানেল স্কার্ফ, কিডস পাফার জ্যাকেট এবং কিডস হুডিজ সেই স্টল থেকে সংগ্রহ করা যাবে ৫০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকার মধ্যেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের মে মাসে যাত্রা শুরু করে খুব অল্প সময়ের মধ্যেই পণ্যের উন্নত মান ও কম দামের কারণে ‘সারা’ ক্রেতাদের আকর্ষণ করতে পারছে এর শো-রুমগুলোতে।
সবার মধ্যে সাড়া পাওয়ায় তাদের কাছে সারা’র পণ্য পৌঁছে দেওয়ার জন্যে নতুন নতুন শো-রুমও উদ্বোধন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Comments