এজেন্ডা দেখে প্রধানমন্ত্রীর সংলাপের ব্যাপারে সিদ্ধান্ত নিবে ঐক্যফ্রন্ট
রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে সংলাপের যে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে ‘এজেন্ডা দেখে’ যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিবে জাতীয় ঐক্যফ্রন্ট। বিরোধী রাজনৈতিক এই জোটের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সিলেটে হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
ফখরুল বলেন, সংলাপে অবশ্যই ‘নির্বাচন বাতিলের’ বিষয়টি এজেন্ডা হিসেবে থাকতে হবে। এর বাইরে অন্য কোনো এজেন্ডায় তারা সংলাপে যাবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। নির্বাচন পূর্ব সংলাপের প্রসঙ্গ টেনে বলেছেন, “ওই সংলাপের মতো কিছু হলে সেটা অর্থবহ হবে না।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল রোববার বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, তাদের আবার আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী।
এ ব্যাপারে মির্জা ফখরুলের মন্তব্য জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, “সংলাপের এজেন্ডা তো আমরা জানি না। নিঃসন্দেহে যখন আমাদের এজেন্ডা জানাবেন, তখন আমরা সে বিষয়ে বিবেচনা করব।”
বিএনপির মহাসচিব বলেন, “সংলাপ যদি গতবারের মতো হয়, তাহলে সেটি অর্থবহ হবে না। সংলাপের আহ্বান করা হলে আমাদের এজেন্ডা একটি—এই নির্বাচন বাতিল করতে হবে। পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে।”
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। তবে এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টসহ প্রায় সকল বিরোধী রাজনৈতিক দল ও জোট।
Comments