‘অভিমান ভুলে আবার এক হয়েছি’
প্রায় দুই মাস আলাদা থাকার পর অবশেষে সব অভিমান ভুলে এক হয়েছেন কণ্ঠশিল্পী ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদ।
সম্প্রতি, স্বামীর সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে ন্যান্সি লিখেছেন, “নিন্দুকের মুখে ছাই।” সংসার টিকিয়ে রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সেই পোস্টে প্রশংসাসূচক মন্তব্য করেছেন অনেকেই।
ন্যান্সি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সংসার জীবনেই কমবেশি ভুল বোঝাবুঝি হয়। এটা সব সংসারেই হয়ে থাকে। আমাদেরও হয়েছিলো। তবে সংসার ভেঙ্গে যাওয়ার মতো কিছুই হয়নি। অভিমান করে আলাদা থেকেছি আমরা। তবে সেটা সংসার ভেঙ্গে যাওয়ার কিছুই ছিলো না।”
“আমাদের বন্ধুত্ব অটুট ছিলো, আছে। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগও হতো। দূরে থাকলেও আমাদের দুজনের মধ্যে মনের দূরত্ব হয়নি। অবশেষে সব রাগ-অভিমান ভুলে এক হয়েছি আমরা,” যোগ করেন এই কণ্ঠশিল্পী।
Comments