‘আমার ভেতর একটা ইনিংস আছে যেটায় সব কিছু বদলে যাবে’
সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে চেনা সাংবাদিককে ডেকে তামিম ইকবাল বলছিলেন, ‘একটা পরিসংখ্যান তো আপনারা মিস করে গেছেন। বলেন তো কি?’ জিজ্ঞেস করার আগেই বললেন, ‘এই প্রথম টানা দুই ম্যাচে জিরো মারলাম’। আসলেই তাই, যেকোন পর্যায়েই তার টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া একদম বেমানানই। বিপিএলে আচমকা রান খরায় পড়া তামিম জানিয়েছেন তার হালচাল।
এবার বিপিএলে পাঁচ ম্যাচে মোট করতে পেরেছেন কেবল ৬০ রান (৩৫, ৪, ২১, ০, ০)। গড় মাত্র ১২। অনেকদিন পর তামিমের ব্যাটে এমন রান খরা।
বুধবার মাত্র ৬৯ রানের লক্ষ্য ছিল। ওপেনে নেমে এমনিতেই শুরুতেই নেন স্ট্রাইক, এদিন ছিলেন নন-স্ট্রাইকে। এই টুর্নামেন্টে আরেক ম্যাচে নেমেছিলেন ওয়ানডাউনেও। সহজ লক্ষ্যেও শুরু থেকে তাকে মনে হয়েছে আড়ষ্ট। সোহেল তানভীরের বলে ধুঁকে ধুঁকে এলবডব্লিও হয়েছেন শূন্য রানে। আউট নিয়ে বিতর্ক থাকলেও তার ব্যাট করায় যে অস্বস্তি সেটা স্বীকার করলেন নিজ মুখেই, ‘আমার ব্যাটিং একদমই ভালো হচ্ছে না। আর রান করলে আমি খুব একটা বেশি চিন্তিত হই না। কিন্তু আমি খুব ভালো অনুভব করছি না।’
তামিম ব্যাট করতে নামবেন, আস্থার প্রতীক হয়ে রান করবেন। এ যেন ধরাবাঁধা নিয়ম। তার রান না পাওয়াই তাই বড় খবর। তবে সেই চিরদিন যে কারোরই সমান যায় না, থাকে উত্থান-পতন। থাকে আনন্দ-বিষাদ তাও মনে করে উপলব্ধি রাখছেন বাস্তবসম্মত, ‘কিন্তু আপনাকে মেনে নিতে হবে, সবসময় সবকিছু আপনার পক্ষে যাবে না। আপনি সবসময় রান করতেই থাকবেন, যেটা আমি করে এসেছি গত কয়েক বছর ধরে। কিছু সময় আসবে যখন আমি রান পাবো না। এটা নিয়ে খুব বেশি চিন্তিত না।’
এমন পরিস্থিতিতে ক্যারিয়ারের আগেও যে পড়েন না তা নয়। তেতো কথাও তিক্ত হতে হয়েছে। সব সামলে আবার দেখিয়েছেন ঘুরে দাঁড়ানোর সামর্থ্য। আপাতত আবারও আতঙ্কিত না হয়ে আওড়ালেন ফেরার মন্ত্র, ‘আমি জানি কিভাবে এমন অবস্থা থেকে ফিরতে হয়। যদি সামনের ম্যাচেও রান না হয় তাহলেও আমি আতঙ্কগ্রস্ত হবো না। আমি চেষ্টা করব, কঠোর পরিশ্রম করব। আমি অনেকটাই নিশ্চিত, আমার ভেতর একটা ইনিংস আছে যেটায় সব কিছু বদলে যাবে। ’
Comments