পাঁচ বছর পর টি-টোয়েন্টিতে নেমে মার্শালের ঝলক
এক সময় টেস্ট ব্যাটসম্যান হিসেবে তকমা জুটেছিল মার্শাল আইয়ুবের। খেলেছেন তিনটা টেস্টও। ঘরোয়া ক্রিকেটেও দীর্ঘ পরিসরের জন্য জুতসই ব্যাটসম্যান হিসেবে নামডাক মার্শাল আইয়ুবের। এই নামডাকই যেন কাল হয়েছিল তার। টি-টোয়েন্টিতে তার ব্যাটিং আদর্শ ভাবা হয়নি কখনই। কোন পর্যায়েই কুড়ি ওভারের ক্রিকেটে ডাক পড়ত না তার। এবার বিপিএলে সুযোগ পেয়ে ঝড়ো এক ইনিংস খেলে নিজের অন্য সামর্থ্যও চেনালেন এই ডানহাতি।
মার্শাল সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৩ সালের ৩১ ডিসেম্বর। সেবার বিজয় দিবস টি-টোয়েন্টিতে বিসিবি একাদশের হয়ে ১৯ বলে ২১ রান করেছিলেন। এরপর টি-টোয়েন্টিতে নামা হয়নি কখনো। সুযোগ পাননি পরের কোন বিপিএলেই।
এবার রাজশাহী কিংস তাকে দলে নিলেও সাইড বেঞ্চে বসিয়ে রেখেছিল। বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মুমিনুল হকের জায়গায় নামেন তিনি। দারুণ চনমনে ব্যাটিংয়ে ৩১ বলে ৪৫ রান করেন মার্শাল। মেরেছেন তিন চার আর দুই ছক্কা।
মেহেদী হাসান মিরাজের আউটের পর ওয়ানডাউনে নেমে তার ব্যাটেই তরতরিয়ে রান বাড়ে রাজশাহীর। যাচ্ছিলেন ফিফটির দিকেই। সুনীল নারিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে থামেন তিনি।
মার্শালের ৪৫ রানে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মন্থর উইকেটে ১৩৬ রানের লড়াইয়ের পূঁজি পেয়েছে রাজশাহী কিংস।
Comments