১৪ দলের শরিকদের বিরোধী দলে থাকাই ভালো: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং মহাজোটের মধ্যে কোনো ধরনের বিবাদ নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “রাজনৈতিক কারণে ১৪ দলের শরিকদের বিরোধী দলে থাকাই ভালো। এতে সরকারের ভুল সংশোধন এবং সমালোচনার সুযোগ থাকবে।”

তিনি বলেন, “মহাজোট নামে যে ঐক্য তা নির্বাচনী আর ১৪ দলের সাথে আমাদের যে সম্পর্ক তা রাজনৈতিক। রাজনৈতিক জোট থাকবে, তা আমরা ভেঙে দেইনি। জোট ও মহাজোটের মধ্যে কোনো ধরনের বিবাদ, ভাঙন বা টানাপড়েন নেই। যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।”

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে এসে এসব কথা বলেন কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, রাজনৈতিক জোট যদি বিরোধীদলের ভূমিকা পালন করে, গঠনমূলক আলোচনা করে তা সরকারের জন্য ভালো, তাদের জন্যও ভালো।

বিএনপিকে বেপরোয়া গাড়িচালকের সাথে তুলনা করে কাদের বলেন, পরাজিত বিএনপি বেপরোয়া হলেও সরকার ধৈর্যশীল। আওয়ামী লীগের বিশাল জয় অর্জনের সঙ্গে দেশ ও মানুষের প্রতি বিশাল দায়িত্ব পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের হয়ে নির্বাচন করলেও জাতীয় পার্টি সরকারের যোগ দেওয়ার বদলে প্রধান বিরোধী দলের ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছে। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ইতিমধ্যে এই ঘোষণা দিয়ে বলেছেন, তিনি নিজে হবেন বিরোধী দলের নেতা ও দলের কো-চেয়ারম্যান জিএম কাদের উপনেতা হিসেবে কাজ করবেন।

একাদশ সংসদ নির্বাচনে মহাজোটভুক্ত দলগুলো সংসদের ২৮৮টি আসনে জয়ী হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির আসন সংখ্যা ২২টি। অন্যদিকে ১৪ দলীয় জোটের শরিকদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩টি, হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২টি, জাতীয় পার্টি (জেপি) ১টি ও বাংলাদেশ তরিকত ফেডারেশন ১টি আসনে বিজয়ী হয়েছে।

আগামী ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে।

Comments

The Daily Star  | English

G7 expresses support for Israel, calls Iran source of instability

Israel and Iran attacked each other for a fifth straight day on Tuesday

1h ago