ভিলিয়ার্স জাদু করে সব বদলে দিতে পারবে না: মুডি
বর্তমান বিশ্বের অন্যতম বিধ্বংসী ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। আজ বৃহস্পতিবার যোগ দিয়েছেন রংপুর রাইডার্সের ডেরায়। তাতেই স্বপ্নের পরিধি বেড়েছে দলটির। কিন্তু দলের প্রধান কোচ টম মুডি বলছেন ভিন্ন কথা। একা ডি ভিলিয়ার্স জাদুর মতো সব বদলে দিতে পারবেন না। দলের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এ অসি কোচ।
‘আমার মনে হয় দলের মান বাড়াতে যে কোন দলই এবি ডি ভিলিয়ার্সকে দলে যুক্ত করতে চাইবে। তবে তারা অবশ্যই বোকা যারা ভাববে সে জাদুকরী কিছু করে সব বদলে দিবে। হ্যাঁ আমরা জানি সে দলের জন্য মূল্যবান তবে মেধাবী খেলোয়াড়দেরও কঠিন পরিশ্রম করতে হয়। এটা দলীয় প্রচেষ্টা। কেউ একা আমূল পরিবর্তন এনে দিতে পারবে না।‘- ডি ভিলিয়ার্সের অন্তর্ভুক্তি নিয়ে এমনটাই বলেছেন কোচ।
গত আসরের দারুণ শক্তিশালী দল গড়ে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। এবার শক্তির মাত্রা আরও বাড়ায় দলটি। খাতা কলমে আসরের অন্যতম শক্তিশালী দলই তারা। কিন্তু মাঠের পারফরম্যান্স সে অনুযায়ী বাড়েনি। উল্টো টানা হারে শেষ চার নিশ্চিত হওয়াই কঠিন হয়ে পড়েছে। ক্রিস গেইল, অ্যালেক্স হেলসদের মতো খেলোয়াড়রা মাঠে এখনও নিজেদের কারিশমা দেখাতে ব্যর্থ।
তবে শুরু থেকেই দারুণ খেলছেন আরেক প্রোটিয়া তারকা রাইলি রুশো। প্রায় প্রতি ম্যাচেই ঝড় তুলছেন তিনি। কিন্তু তারপরও কাঙ্ক্ষিত জয় পাচ্ছে না দলটি। ছয় ম্যাচের চারটিতেই হেরেছে তারা। মূলত দল হিসেবে খেলতে ব্যর্থ হচ্ছে তারা। রুশো আউট হওয়ার পর দলের বাকী খেলোয়াড়রা ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না। তাই একা কারো উপর নির্ভরশীলতা পছন্দ করছেন না মুডি।
তবে ভিলিয়ার্সের অন্তর্ভুক্তি ড্রেসিং রুমকে উজ্জীবিত করবে বলে আশা করছেন এ অস্ট্রেলিয়ান, ‘আমি আগেই বলেছি এবির মতো খেলোয়াড় যে কোন ড্রেসিং রুমের মান বাড়িয়ে দেয়। তবে দিনশেষে দল হিসেবে আমরা শুধু তার উপর নির্ভরশীল হতে পাড়ি না।আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমরা খেলায় উন্নতি করেছি, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে।’
তবে মুডি যাই বলেন না কেন, ডি ভিলিয়ার্স যে একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে তা কমবেশি সব ক্রিকেট ভক্তরাই জানেন। একদিনের ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক তিনি। মাত্র ১৬ বলে ৫০ করেছিলেন। দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এবি'র। ৩১ বলে করেছিলেন ১০০। এমনকি ৬৪ বলে ১৫০ রান করে আরও একখানা রেকর্ড লিখে রেখেছেন এবিডি।
Comments