নতুন পরিচয়ে গানের মানুষ
কণ্ঠশিল্পী কাজী শুভ নতুন পরিচয়ে হাজির হলেন। তার এই নতুন পরিচয়ের শুভক্ষণে উপস্থিত ছিলেন আরেক কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানের পাশাপাশি কাজী শুভ ভোজনরসিক। তাই বিনোদনপ্রিয় মানুষের জন্য ‘কালোজিরা’ নামের একটি রেস্তোরাঁ নিয়ে এলেন।
সম্প্রতি, মোহাম্মদপুরে (টোকিও স্কয়ারের বিপরীতে) যাত্রা শুরু করে ‘কালোজিরা’ নামের রেস্তোরাঁটি। সেখানে তার সঙ্গী দূরবীন ব্যান্ডের আইয়ুব শাহরিয়ার। এর সার্বিক পরিকল্পনায় রয়েছেন কবি সাদাফ হাসনাইন মনজুর।
রেস্তোরাঁর দেয়ালে দেয়ালে রয়েছে বাঙালি শিল্পসাহিত্যের বিখ্যাত সব মানুষের ছবি। লালন সাঁই, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুলসহ কবি-সাহিত্যিকদের অমর বাণী সম্বলিত প্রতিচ্ছবি রয়েছে এখানে।
‘কালোজিরা’-র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (সাইবার ক্রাইম) নাজমুল ইসলাম, অভিনেতা শামীম জামান, শেফ টনি খান এবং অভিনেতা অন্তু করিমসহ অনেকেই।
কাজী শুভ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছোটবেলা থেকে মানুষকে নিজ হাতে খাওয়াতে পছন্দ করি। সেই ভাবনা থেকেই গানের পাশাপাশি রেস্তোরাঁটি চালু করলাম। নিজেও ভালো রান্না করতে পারি। ‘কালোজিরা’ শুধুমাত্র একটি রেস্তোরাঁ নয়, আমার নিজেদের ঘরও এটি।”
Comments