‘অপু’ হচ্ছেন শুভ

Shubho
আরিফিন শুভ। ছবি: স্টার

বাংলাদেশের নায়ক আরিফিন শুভ ‘অপু’ চরিত্রে অভিনয় করবেন। কলকাতার পরিচালক শুভ্রজিৎ মিত্র ‘অপরাজিত’ উপন্যাসের শেষ ১০০ পৃষ্ঠা অবলম্বনে ‘অভিযাত্রিক-দ্য ওয়ান্ডার লাস্ট অব অপু’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সেখানে অপু চরিত্রে থাকছেন শুভ।

১৯৪০ সালের ভারতবর্ষের সমৃদ্ধি ও ঐতিহ্যকে তুলে ধরা হবে ছবিটির মধ্য দিয়ে। বলিউডের বিখ্যাত পরিচালক মধুর ভাণ্ডারকর নিবেদন করছেন ছবিটি। প্রযোজনা করছে গৌরঙ্গ ফিল্মস। ছবিটির শুটিং হবে ভারতের বিভিন্ন লোকেশনে- দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে কথা বলার সময় প্রাথমিকভাবে এমন আভাস দিয়েছেন ‘প্রেমী ও প্রেমী’-খ্যাত এই অভিনেতা।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালি’ এবং ‘অপরাজিত’ উপন্যাসকে সত্যজিৎ রায় তিন ভাগে ভাগ করে ট্রিলজি (‘পথের পাঁচালি’, ‘অপরাজিত’ এবং ‘অপুর সংসার’) নির্মাণ করেছিলেন।

এছাড়াও, পুলিশি অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ ছবির শুটিং শুরু করবেন শুভ। বর্তমানে তিনি ‘জ্যাম’ ছবির শুটিং করছেন। এখানে তার সহশিল্পী পূর্ণিমা।

এর আগে তিনি গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ ছবির কাজ শেষ করেছেন। এই ছবিতে তার সহশিল্পী বিদ্যা সিনহা মিম।

Comments

The Daily Star  | English

Al-Azhar Grand Imam praises Yunus, announces scholarships for Bangladeshi students

He highlights the interim government's reform initiatives and the progress made by Grameen Bank in poverty alleviation

8m ago