সোহানের অনুপ্রেরণা গিলক্রিস্ট-ধোনি
পাখির মতো উড়ে ঝাঁপিয়ে ক্যাচ নিচ্ছেন। আবার ব্যাটসম্যানদের মুহূর্তের অসতর্কতার সুযোগ নিয়ে করে ফেলে দিচ্ছেন স্টাম্পিং ফাঁদে। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার দারুণ সময়ই কাটাচ্ছেন তরুণ উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। আর তার সাফল্যের কারণটাও জানালেন এ তরুণ। বিশ্বসেরা উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট ও মহেন্দ্র সিং ধোনিদের দেখেই যে শিখছেন এ তরুণ তারকা।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে যাওয়ায় বেশ কয়েকবারই ধোনির সঙ্গে কথা হয়েছে সোহানের। সেখানেই তার কাছ থেকে টিপস নিয়েছেন তিনি। আর বাড়তি হিসেবে নিয়মিত ইউটিউবে ভিডিও দেখছেন তার। এমনকি একসময়ের বিশ্বনন্দিত কিপার গিলক্রিস্টের কিপিংও দেখছেন নিয়মিত। আর তাই দেখে নিয়মিত অনুশীলনও করেছেন। তাতেই ধার বেড়েছে সোহানের।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এদিন নিজের কিপিং নিয়ে জানালেন, ‘আমার ধোনির সাথে কয়েকবার কথা হয়েছে। আমি উনার ভিডিও গুলো দেখি। আগে গিলক্রিস্ট যখন খেলত উনারটা ফলো করতাম। আমি ইউটিউব দেখি কোনটা আমার সাথে যাবে। সেটাই সবচেয়ে বড় কথা। আমার জন্য অনুশীলনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তবে গ্লাভস হাতে গত কয়েক বছর ধরেই দেশের সেরা পারফর্মার সোহান। ব্যাট হাতেও কম যান না। তবে এবার বিপিএলে আলাদা করেই নজর কেড়েছেন এ তরুণ। ঢাকা ডায়নামাইটসের হয়ে নিয়মিত খেলছেন। আর এ আসরের খেলাগুলো গণমাধ্যমে সরাসরি সম্প্রচার হওয়ায় পাওয়ায় এবার বেশ আলোচনায় এসেছেন এ উইকেটরক্ষক।
জাতীয় দলেও খেলেছেন সোহান। পারফর্ম করেও অজানা কারণে জায়গা হারিয়েছেন। তবে বিশ্বাস করেন অনুশীলন করেই খারাপ সময় উতরে যাওয়া যায়। সোহানের ভাষায়, ‘আমি সবসময় কিপিং উপভোগ করার চেষ্টা করি। হয়তো কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ হয়। সবসময় নিজের সামর্থ্যের শতভাগ দেয়ার চেষ্টা করি। খারাপ সময় আসলেও অনুশীলন করে ফেরা যায়।’
মূলত ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করেন সোহান। এমনকি আত্মতুষ্টিতেও ভোগেন না এ কিপার, ‘আমার কাছে মনে হয় ধারাবাহিকতা রক্ষা করে পারফর্ম করতে পারা গুরুত্বপূর্ণ, সেই চেষ্টা করি। আজ করলাম কাল আবার মিস হয়ে যেতে পারে। মিস হবেই, এটাই স্বাভাবিক। চিন্তা থাকে অতি আত্মবিশ্বাসী না হওয়া, এটা আমার জন্য খারাপ জিনিস। আমি নিজেকে নিজের জায়গায় রাখি। আজ যা করতে পেরেছি কালও যেন সেটা করতে পারি।’
ঢাকা ডায়নামাইটসের লম্বা ব্যাটিং লাইনআপের কারণে ব্যাট হাতে তেমন সুযোগ পাচ্ছেন না সোহান। তবে যেখানে যতটুকু পাচ্ছেন সেটাই কাজে লাগানোর চেষ্টা করছেন এ তরুণ, ‘আমি দেখেছি দলের চিন্তা না করে নিজের চিন্তা করলে আমার জন্য ভালো হয়না। আমি ওই চিন্তা করি না। আমার ভেতরে দলের দরকারটাই সবার আগে আসে। দলের জন্য ১০ নম্বরে ব্যাট করলেও আমার কোনো অসুবিধা নেই।’
Comments