ঢাকা উত্তরে উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়, একই দিনে ঢাকা উত্তর সিটির ১৮টি ওয়ার্ড এবং দক্ষিণ সিটির ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের আসনেও ২৮ ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে।
সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুর পর হাইকোর্টের আদেশে ঢাকা উত্তরের সিটি নির্বাচন স্থগিত করা হয়েছিল। এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, হাইকোর্টের আদেশ পর্যালোচনা করা হয়েছে। এ–সংক্রান্ত রিট আবেদনগুলো আদালত খারিজ করে দিয়েছেন। যে কারণে এখন আর নির্বাচন করতে সমস্যা নেই।
বিএনপি নির্বাচনে আসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মে মাস নাগাদ সব উপজেলার মেয়াদ শেষ হয়ে যাবে। সুতরাং আইনি বাধ্যবাধকতার কারণে নির্বাচন করতে হবে। নির্বাচনে কে এল, কে না এল সেটা বিবেচ্য বিষয় নয়।
Comments