বনানীতে ‘চ্যানেল ২৪’ এর নারীকর্মী যৌন হয়রানির শিকার
রাজধানীর বনানীতে ‘চ্যানেল ২৪’-এর একজন নারী নিরাপত্তা কর্মী আজ (২৩ জানুয়ারি) ভোরের দিকে যৌন নির্যাতনের শিকার হয়েছেন। পরবর্তীতে পুলিশের একজন কর্মকর্তা তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগীর অভিযোগ, অফিসে যাওয়ার উদ্দেশ্যে ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মহাখালীর আমতলী মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আলমগীর (২৪) নামের এক যুবক তাকে নিপীড়নের চেষ্টা করেন।
এ ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন ওই কর্মী। মামলার অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত যুবক জোরপূর্বক তার (নারী) শরীরে হাত দেয় এবং সে সময় ওই যুবককে থামানোর চেষ্টা করলে তাকে মারধর করা হয়।
ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার তাপস কুমার দাস সেই পথ দিয়ে যাওয়ার সময় ওই নারীর কান্না শুনে তার কাছে যান এবং ঘটনার বর্ণনা শুনে তাকে উদ্ধার করেন।
দ্য ডেইলি স্টারকে তাপস কুমার দাস বলেন, “অভিযুক্ত আলমগীর ওই নারীকে লাঠি দিয়ে আঘাত করছেন, এমন দৃশ্য দেখেছেন তিনি। সে সময় ওই নারীর মুখ দিয়ে রক্ত ঝরছিলো।”
আলমগীরকে তখনই আটক করেছেন পুলিশের ওই কর্মকর্তা। ভুক্তভোগী নারীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
Comments