টেস্ট দলেও ফিরলেন তাসকিন
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ফেরার পাশাপাশি টেস্ট দলেও ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। নিউজিল্যান্ডে পেস ও গতিময় উইকেট হলেও দলে রাখা হয়েছে চার স্পিনার। নেওয়া হয়েছে চার পেসারও। ফিটনেস ও পারফরম্যান্স বিবেচনা করে পেসারের সংখ্যা বাড়ানো হবে আরও একজন।
এবার বিপিএলে সাত ম্যাচে ১৪ উইকেট নেন তাসকিন। ফর্ম ও চোটের কারণে অনেক দিন দলের বাইরে থাকা তাসকিনের নৈপুণ্য এবার নজর কাড়ে কোচ ও অধিনায়কের। ওয়ানডে দলের মতো তাই তাকে নেওয়া হয় টেস্ট দলেও। তাসকিন সর্বশেষ টেস্ট খেলেছেন গত দক্ষিণ আফ্রিকা সফরে। ৫ টেস্টের ক্যারিয়ারে খুব একটা আলো ছড়াতে পারেননি এই ডানহাতি পেসার। তবে এবার তার উপর ভরসা রাখলেন নির্বাচকরা।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা টেস্ট দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও আরিফুল হক। দলে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কম্বিনেশনের কারণে বাদ পড়া পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। চোটের কারণে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার টেস্ট খেলতে না পারা তামিম ইকবাল অনুমিত ভাবেই ফিরেছেন দলে।
এবার নিউজিল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। ওয়েলিংটনে পরের টেস্ট ৮ মার্চ। ক্রাইশ্চার্চে শেষ টেস্ট শুরু হবে ১৬ মার্চ থেকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম অনিক, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী রাহি, সৈয়দ খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ।
Comments