অভিনয়-গানে নতুন জয়া আহসান

কলকাতার ‘বিনি সুতোয়’ ছবিতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। ছবিতে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী।
Joya Ahsan
অভিনেত্রী জয়া আহসান। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

কলকাতার ‘বিনি সুতোয়’ ছবিতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। ছবিতে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী।

‘বিনি সুতোয়’ ছবিতে চিত্রগ্রাহক হিসেবে থাকছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আপ্পু প্রভাকর। আর এ ছবির মাধ্যমে প্রায় ১০ মাস পর নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হলেন জয়া।

পরিচালক অতনু ঘোষের আগের কাজ, ছবির গল্প এবং চরিত্রের প্রতি আকর্ষণ থেকেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন জয়া আহসান।

দেবজ্যোতি মিশ্রর সংগীত পরিচালনায় এ ছবির সব ক’টি গান জয়া নিজেই প্লেব্যক করবেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পাবে ছবিটি।

Comments

The Daily Star  | English
Why university rankings should matter

Why university rankings should matter

While no ranking platform is entirely comprehensive or flawless, it is better to participate in reliable ones.

7h ago