দুর্ভাগা আশরাফুল
পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। চিটাগং ভাইকিংসের হয়ে প্রথম দুই ম্যাচে মাঠেও নেমেছিলেন। কিন্তু এরপর আর সেরা একাদশে দেখা যায়নি তাকে। কিন্তু শেষ যে ম্যাচ খেলেছিলেন, সে ম্যাচে খুব একটা খারাপও করেননি। তাই নিজেকে দুর্ভাগাই ভাবছেন টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।
অথচ মারকুটে ব্যাটসম্যান হিসেবে বেশ নামডাক রয়েছে আশরাফুলের। আর টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ সফলও। বিপিএলে সেঞ্চুরিও আছে তার। নিজের বাদ পড়া নিয়ে তাই বললেন, ‘আমি একটু দুর্ভাগা তো বটেই। পাঁচ বছর পর এখানে এসেছিলাম, এটা একটা বড় প্লাটফর্ম। আমার জন্য একটু দুর্ভাগ্যই আমি মনে করি, দ্বিতীয় ম্যাচ পরেই দলের কম্বিনেশনের জন্য আমি আর খেলতে পারছি না।’
‘প্রতিযোগিতা তো সবসময়ই ছিল। আগেও ছিল এখনও। ঘরোয়া ক্রিকেটে আমরা প্রায় ১৮০ জন ক্রিকেটার খেলি। আর বিপিএলে আমাদের প্রতি দলে নেয় ১২ জন করে। আর খেলার সুযোগ পায় ৭ জন করে। এখানে সুযোগ আসলে যারা নিয়মিত খেলে তাদেরই বেশি থাকে। তারপরও অপেক্ষা করছি, যদি একটা সুযোগ পাই। ব্যাটিং খারাপ হচ্ছে না। কারণ শেষ যে ম্যাচে খেলেছি ব্যাটিং খারাপ হয়নি, কিন্তু পরিস্থিতির কারণে এখন খেলতে পারছি না।’ -ব্যাখ্যা করে আরও বললেন আশরাফুল।
চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগে দারুণ অবস্থানে রয়েছে চিটাগং। সাত ম্যাচে ছয় জয়। রয়েছে তালিকার শীর্ষে। নকআউট পর্বে এক পা প্রায় দিয়েই রেখেছে তারা। অথচ টুর্নামেন্টের প্রায় অর্ধেকটাই রয়ে গেছে তাদের। আর এক জয়েই হয়তো নিশ্চিত হবে শেষ চার। মূলত দলের সবাই নিজেদের কাজটা করছেন দারুণ। যেই সুযোগ পাচ্ছেন সেই তার ব্যবহার করছেন দক্ষতার সঙ্গেই। আর এ কারণে দলের ফলাফলও হচ্ছে ইতিবাচক।
দলের সাফল্য নিয়ে আশরাফুল বললেন, ‘আমাদের যে নির্বাচনটা করেছে। অন্যান্য দলের থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের স্থানীয় সব খেলোয়াড় পারফরম্যান্সের মধ্যে ছিল। জাতীয় লিগ বিসিএল, ইমার্জিং কাপে যারা গিয়েছিল পাকিস্তানে। সবাই আসলে রানের মধ্যে উইকেটের মধ্যে ছিল, এই কারণেই আসলে ফলাফল আমাদের পক্ষে আসছে।’
চলতি বিপিএলে ২টি ম্যাচ খেলেছেন আশরাফুল। প্রথম ম্যাচে ৩ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেন ২২ রান। কিন্তু তৃতীয় ম্যাচে তার জায়গায় ইয়াসির আলি রাব্বিকে একাদশে আনে চিটাগং। সুযোগ পেয়েই খুলনা টাইটান্সের বিপক্ষে খেলেন ৪১ রানের ইনিংস। এখন পর্যন্ত ৫ ম্যাচে ১টি ফিফটি সহ করেছেন ১১৭ রান।
Comments