দুদকে ঘুষ দিতে গিয়ে আনসার কমান্ড্যান্ট গ্রেপ্তার
দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের ‘ঘুষ সাধতে গিয়ে’ নীলফামারীর আনসার কমান্ড্যান্ট গ্রেপ্তার হয়েছেন। আজ দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ থেকে আনসার কর্মকর্তা আশিকুর রহমানকে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয় বলে দুর্নীতিবিরোধী সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিসিএস ক্যাডারের কর্মকর্তা আশিকুর আগে বান্দরবানে ১৭ নম্বর আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন। তখন একটি দরপত্রের অনিয়মের অভিযোগ ওঠায় তার ব্যাপারে অনুসন্ধান করছিল দুদক। পরে তিনি নীলফামারীতে বদলি হন। নিজের অনুকূলে অনুসন্ধান নিষ্পত্তি করার জন্য তিনি চট্টগ্রামে ঘুষ দিতে গিয়েছিলেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “দুদকের উপসহকারী পরিচালক জাফর সাদেক শিবলী ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতি হয়ে কমিশন কর্মকর্তাদের সহায়তায় ঘুষের টাকাসহ তাকে গ্রেপ্তার করে।”
এ প্রসঙ্গে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, “দুর্নীতির সঙ্গে জড়িত হলে তিনি আর সরকারি কর্মচারী থাকেন না। সরকারি কর্মকর্তার মর্যাদা রাখতে হলে অবশ্যই ঘুষ দুর্নীতিমুক্ত থাকতে হবে। দুদক ঘুষ প্রদান ও গ্রহণের ঘটনাগুলো হাতেনাতে ধরার জন্য কঠোর গোয়েন্দা নজরদারি চালাচ্ছে।”
Comments