সাব্বিরের ‘দ্বিতীয় জীবন’, ধন্যবাদ দিলেন মাশরাফিকে
একে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ, তারপর আবার রানও নেই ব্যাটে। মাঠের বাইরে তো উচ্ছৃঙ্খল জীবন। কিন্তু তারপরও নিউজিল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলে জায়গাটা পেয়ে গেলেন সাব্বির রহমান। তাই এটাকে নিজের দ্বিতীয় জীবনই বললেন তিনি। আর যেহেতু অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জোরালো দাবীতে জায়গাটা পেয়েছেন তাই তাকে বিশেষ ধন্যবাদ দিতে ভুল করেননি এ ড্যাশিং ব্যাটসম্যান।
আগের দিন নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত দলে বিস্ময়করভাবে জায়গা মিলে যায় সাব্বিরের। অথচ ছয় মাসের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ছিল তার। তবে ঘোষণার সময় প্রধান নির্বাচক জানিয়ে দেন অধিনায়ক মাশরাফির চাওয়াতেই জাতীয় দলে নেওয়া হয়েছে তাকে। আর এ কারণেই নিষেধাজ্ঞা কমিয়েও আনা হয়েছে তার।
তাই এমন সুযোগ পাওয়ায় অধিনায়ক ও বিসিবিকে ধন্যবাদ জানান সাব্বির, ‘ধন্যবাদ বিসিবিকে আমার উপর ভরসা করার জন্য। ধন্যবাদ সিনিয়র খেলোয়াড়দেরও। এবং অবশ্যই মাশরাফি ভাইকে আমার উপর আস্থা রাখার জন্য। নিজের উপর চ্যালেঞ্জটা বেশি কারণ চেষ্টা থাকবে যেভাবে হোক নিজেকে ফিরে পাওয়া এবং আগের সাব্বির হয়ে ফিরে আসা।’
আর সুযোগটা কাজে লাগাতে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে ভেবেই খেলবেন সাব্বির, ‘আসলে এটা আমার দ্বিতীয় জীবন। প্রথম ম্যাচটা যখন খেলবো আমার দ্বিতীয় অভিষেক হবে বাংলাদেশ দলে। চেষ্টা করবো এখান থেকে ভাল কিছু করার। আগের সাব্বির যেভাবে খেলেছে সেভাবে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করবো। কখনও ব্যর্থ হলেও নিজের উপর বিশ্বাস রাখবো এবং টিম ম্যানেজমেন্ট যা চায় তাই করবো।’
বছরের শুরুতে ভালো হয়ে যাবেন এমন ওয়াদা করেছিলেন সাব্বির। কতটুকু পেরেছেন তা জানাননি এ ব্যাটসম্যান। এমনকি অতীতই মনে করতে চান না। সব ভুলে নতুন জীবন শুরুর দিকেই মনযোগী এ ক্রিকেটার, ‘অতীত আর মনে করতে চাই না। ভবিষ্যতে যেন তেমন কিছু না হয় সেদিকে খেয়াল রাখবো।’
চলতি বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮৫ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন সাব্বির। সেই এক ইনিংসে ভর করেই আবার জাতীয় দলে জায়গা পান সাব্বির। তবে আসরটা এখন পর্যন্ত ভালো যায়নি তার। ৮ ম্যাচ খেলেছেন মোট। বাকী সাত ম্যাচে করেছেন মাত্র ৬৯ রান। সবমিলিয়ে করেছেন ১৫৪ রান।
Comments