মালয়েশিয়ায় নতুন রাজা
সুলতান আব্দুল্লাহ সুলতান আহমাদ শাহ’কে মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে নির্বাচিত করেছে দেশটির কাউন্সিল অব রুলার্স।
পাহাং রাজ্যের ৫৯ বছর বয়সী এই রাজাকে গতকাল (২৪ জানুয়ারি) মালয়েশিয়ার রাজা হিসেবে নির্বাচিত করা হয়।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, আব্দুল্লাহ আগামী ৩১ জানুয়ারি মালয়েশিয়ার রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসবেন। নিয়ম অনুযায়ী তিনি পাঁচ বছর এই পদে আসীন থাকবেন।
নতুন রাজা গত সপ্তাহে পাহাং রাজ্যের রাজা হিসেবে তার ৮৮ বছর বয়সী অসুস্থ পিতা সুলতান আহমাদ শাহ’র স্থলাভিষিক্ত হন। এরপর, তিনি নির্বাচিত হন মালয়েশিয়ার রাজা হিসেবে।
নতুন রাজা আব্দুল্লাহ ফিফার পরিচালনা পর্ষদে কাজ করার পাশাপাশি এশিয়ান হকি ফেডারেশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, দেশটির ভূতপূর্ব রাজা ও কেলানতান রাজ্যের শাসক পঞ্চম সুলতান মুহাম্মাদ তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই হঠাৎ সিংহাসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ায় নতুন রাজা নির্বাচনের প্রক্রিয়াটি শুরু হয়। তিনি মাত্র দুই বছর মালয়েশিয়ার রাজা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মালয়েশিয়ার ইতিহাসে মুহাম্মাদই প্রথম রাজা যিনি মেয়াদ শেষ হওয়ার আগেই সিংহাসন ছেড়ে দেন। তবে, তার সিংহাসন ছাড়ার কোনো কারণ রাষ্ট্রীয়ভাবে বলা হয়নি।
ধারণা করা হচ্ছে, গত ডিসেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৫ বয়সী রুশ সুন্দরীর সঙ্গে ৪৯ বছর বয়সী রাজা মুহাম্মাদ এর বিয়ের ছবি প্রকাশিত হওয়ার পর তিনি মালয়েশিয়ার রাজার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: নতুন রাজা পাচ্ছে মালয়েশিয়া
Comments