সমীকরণ কঠিন হয়ে গেল রাজশাহীর

পয়েন্ট তালিকায় অনেক পেছনেই অবস্থান করছিল সিলেট সিক্সার্স। তাই তাদের বিপক্ষে জয় পেতে মরিয়াই ছিল রাজশাহী কিংস। কিন্তু চট্টগ্রামে তাদের বিপক্ষে এদিন পাত্তাই পায়নি দলটি। ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে উল্টো টুর্নামেন্ট কঠিন করে ফেলেছে তারা। এমনটাই বললেন রাজশাহীর অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বি।
ছবি: ফিরোজ আহমেদ।

পয়েন্ট তালিকায় অনেক পেছনেই অবস্থান করছিল সিলেট সিক্সার্স। তাই তাদের বিপক্ষে জয় পেতে মরিয়াই ছিল রাজশাহী কিংস। কিন্তু চট্টগ্রামে তাদের বিপক্ষে এদিন পাত্তাই পায়নি দলটি। ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে উল্টো টুর্নামেন্ট কঠিন করে ফেলেছে তারা। এমনটাই বললেন রাজশাহীর অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বি।

কঠিন হয়ে গেলেও আশা হারাচ্ছে না রাজশাহী। শেষ তিন ম্যাচে জিতেই শেষ চার নিশ্চিত করতে চায় দলটি। ফজলে মাহমুদও বলছেন এমন কথাই, ‘আমরা এখনও আশাবাদী, এখনও তিনটা ম্যাচ রয়েছে। হয়তো একটু কঠিন হয়ে গেছে, শেষ তিনটি ম্যাচই এখন জিততে হবে। টপ অর্ডারে আসলে নিয়মিত উইকেট হারানোর কারণে সমস্যাটা হয়েছে।’

শেষ চার নিশ্চিত করতে হলে শেষ তিন ম্যাচ জিততেই হবে রাজশাহীর। দুটি ম্যাচ জিতলেও হয়তো হতে পারে। কিন্তু সে সমীকরণটা যেমন জটিল, তেমন তাদের জন্য কাজটাও চ্যালেঞ্জিং। আর চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছেন রাব্বিরা, ‘এটা অবশ্যই চ্যালেঞ্জিং। তবে আমাদের শেষ চারে যেতে হলে আমাদের এখন চ্যালেঞ্জটা নিতে হবেই। মন থেকে আমাদের যদি বিশ্বাস থাকে অবশ্যই আমরা পারব।’

স্থানীয় তরুণ খেলোয়াড়দের নিয়ে বেশ দারুণ দলই গড়েছিল রাজশাহী। নেতৃত্বও তুলে দেয় তরুণ মেহেদী হাসান মিরাজের হাতে। কিন্তু টুর্নামেন্ট প্রায় শেষের দিকে চলে আসলেও এখনও সঠিক কম্বিনেশন গড়তে পারেনি দলটি। প্রতি ম্যাচেই কিছু না কিছু পরিবর্তন হচ্ছেই। রাব্বির ভাষায়, ‘কম্বিনেশন দাঁড়ালে প্রতি ম্যাচে বদল আনতে হতো না। আমাদের যেহেতু হচ্ছে না তাই প্রতিনিয়ত বদল করতে হয়েছে। বাকী তিনটা ম্যাচে যা আছে তাই নিয়েই লড়তে হবে।’

ব্যাটিং লাইন আপের ব্যর্থতাতেই প্রতি ম্যাচ ভুগতে হচ্ছে রাজশাহীকে। মূলত টপ অর্ডারের পাওয়ারে প্লেতে জ্বলে না ওঠার কারণে দলকে ভুগতে হচ্ছে বলে মনে করেন রাব্বি, ‘এটা আসলে বলা যাচ্ছে না। আমরা ভালো পরিকল্পনা করছি। কিন্তু পাওয়ার প্লেতে আমাদের প্রত্যেকটা ম্যাচেই খারাপ হচ্ছে। আমরা যদি পাওয়ার প্লেটা আরেকটু ভালো ব্যাবহার করতে পারি তাহলে আমাদের আরও ভালো সুযোগ থাকবে।’

টুর্নামেন্টে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছে রাজশাহী। তাতে জয় পেয়েছে চারটি। হার দেখতে হয়েছে পাঁচ ম্যাচে। আর তার বেশির ভাগই বড় হার। ফলে রান রেটও তলানিতে। তাই প্লেঅফে খেলতে হলে শেষ তিন ম্যাচে জয়ের বিকল্প নেই দলটির।

Comments