বুনো হাতির ছবি তুলতে গিয়ে দার্জিলিংয়ে জাসদ নেতা নিহত
পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে বন্য হাতির হামলায় নিহত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা সৈয়দ সায়মুন কনক। হিমালয়ের ওপরের শহরে বেড়াতে গিয়ে হাতির ছবি তোলার চেষ্টা করেছিলেন। আর এতেই হাতির হামলার শিকার হন তিনি।
নিহত কনকের (৫০) বাড়ি কুষ্টিয়ার কুমার খালীতে। সেখান থেকে দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধি জানান, পেশায় ব্যবসায়ী সায়মুন পুরান ঢাকার সদরঘাট এলাকায় বসবাস করতেন। তার বাবা প্রয়াত নূর আলম জিকু জাসদের কেন্দ্রীয় নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। বাবার মতোই কনকও বামপন্থী রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি জাসদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ছিলেন।
গত শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে দার্জিলিংয়ের ডুয়ার্সের নগরকাটা থানার মূর্তি এলাকায় বুনো হাতির আক্রমণের মুখে পড়েন তিনি। নগরকাটা থানার ওসি শ্রী অসীম মজুমদার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল বিকেল ৫টার দিকে কয়েকজন পর্যটক গাড়িতে করে মূর্তি থেকে খুনিয়ার ফরেস্ট এলাকায় যাচ্ছিলেন। ওই দলটির সঙ্গে ছিলেন কনক। পথে একটি হাতি দেখতে পেয়ে কনকসহ তিনজন গাড়ি থেকে নেমে ছবি তোলার চেষ্টা করেন। ওসি বলেন, দুজন সেখান থেকে পালিয়ে গাড়িতে যেতে পারলেও বন্য প্রাণীটির হামলায় কনক ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে নগরকাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার দেহ উদ্ধার করেছে। ওসি জানান, এ নিয়ে গত পাঁচ দিনে সেখানে হাতির হামলায় পাঁচ জন প্রাণ হারালেন।
নিহতের আত্মীয় রেফুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, কনকের লাশ নিতে তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশে যাত্রা করেছেন।
Comments