জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর: অর্থমন্ত্রী

আগামী জুলাই মাস থেকে একাধিক হার নিয়ে নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বহু আগেই আইনটি বাস্তবায়নের কথা থাকলেও, গতকালের (২৬ জানুয়ারি) ঘোষণার মাধ্যমে এ নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ দূর হবে বলে জানান অর্থমন্ত্রী।
ahm mustafa kamal
আ হ ম মুস্তফা কামাল। ছবি: ফাইল ফটো

আগামী জুলাই মাস থেকে একাধিক হার নিয়ে নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বহু আগেই আইনটি বাস্তবায়নের কথা থাকলেও, গতকালের (২৬ জানুয়ারি) ঘোষণার মাধ্যমে এ নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ দূর হবে বলে জানান অর্থমন্ত্রী। 

২০১২ সালে করা আইনটি ২০১৭ সালের জুলাই মাস থেকে বাস্তবায়নের কথা ছিল। কিন্তু, বাস্তবায়নের মাত্র দুই দিন আগে তা দুই বছর পিছিয়ে দেওয়া হয়। যেখানে দেশে প্রাপ্ত প্রতিটি পণ্য ও সেবার ওপর ভ্যাটের একক হার ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।

এর আগে, গত বছরের ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, ২০২১-২২ সালের আগে নতুন ভ্যাট আইন পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে না। ফলে, এ নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়।

গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে আ হ ম মুস্তফা কামাল বলেন, “ট্যাক্স রেট কমিয়ে করের আওতা বাড়ানো হবে। আমরা প্রমাণ করতে চাই, ট্যাক্স রেট কমিয়ে রাজস্ব বাড়ানো সম্ভব।”

তিনি আরও বলেন, “আগামী জুলাই মাস থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে। তবে, ভ্যাট হার এক হবে না। পণ্যভিত্তিক আলাদা ভ্যাট হার হবে। এ নিয়ে ব্যবসায়ীসহ সব অংশীজনকে নিয়ে আলাপ-আলোচনা করা হবে।”

To read English article please click here

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh

Dengue: 5 die, 872 hospitalised in a day

Highest number of single-day hospitalisations this year

7m ago