স্কুলে হঠাৎ দুদক চেয়ারম্যান, দেখা পেলেন না বেশিরভাগ শিক্ষকের
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ চৌধুরী আজ আকস্মিকভাবে চট্টগ্রামের ছয়টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। একটি স্কুলে গিয়ে তিনি বেশিরভাগ শিক্ষকেরই দেখা পাননি। পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের অলস সময় কাটাতে দেখেন তিনি।
দ্য ডেইলি স্টারের চট্টগ্রাম প্রতিনিধি জানান, দুদক চেয়ারম্যান সকাল ৯টার দিকে বন্দরনগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। এই স্কুলের আটজন শিক্ষকের মধ্যে সাত জনকেই অনুপস্থিত পান তিনি। স্কুলে শুধু ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
চট্টগ্রামে দুদকের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন দ্য ডেইলি স্টারকে জানান, দুদক চেয়ারম্যান স্কুল চত্বরে দেখেন শিক্ষার্থীরা অলস সময় কাটাচ্ছেন। বিষয়টি নিয়ে বেশিরভাগ শিক্ষার্থীর অভিভাবকরাও তাদের অসন্তোষের কথা জানান তাকে।
এ সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, “আমাদের সন্তানদের শিক্ষা নিয়ে কাউকেই ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে শ্রেণিকক্ষে শিক্ষা নিশ্চিত করা হবে। প্রয়োজনে দুদক দণ্ডবিধির ১৬৬ ধারা প্রয়োগ করবে। তারপরও ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতিসাধন করবেন বা করার চেষ্টা করবেন, এমন কাউকেই ছাড় দেওয়া হবে না।”
Comments