শপথ নেবেন সুলতান মনসুর, ইতিবাচক অবস্থানে মোকাব্বির খান
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর সাংসদ হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন। অপরদিকে, সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের অপর প্রার্থী মোকাব্বির খান জানান যে শপথ নেওয়ার ব্যাপারে তার অবস্থান ইতিবাচক।
আজ (২৮ জানুয়ারি) দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে সুলতান মোহাম্মদ মনসুর জানান যে, তিনি নিয়ম মেনেই শপথ নেবেন এবং সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কাজ করবেন।
মোকাব্বির খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “যেহেতু গণফোরামের নির্বাচিত প্রার্থীদের শপথ নেওয়ার ব্যাপারে দলের সভাপতি ড. কামাল হোসেনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে, সেক্ষেত্রে আমার অবস্থানও ইতিবাচক। তবে, শপথ নেব কি নেব না, ড. কামাল হোসেন দেশে ফিরলে তার সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেব।”
Comments