ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা
উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মুসলিম উদ্দিন (৪০)-কে তার স্ত্রী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এসময় স্বামী ও তাদের সন্তানেরা ঘুমিয়ে ছিলো।
স্বামীকে দা দিয়ে এলোপাথাড়ি কোপানো দেখে সন্তানেরা জেগে চিৎকার দিলে তাদেরকে ঘরে রেখে মা পালিয়ে যায়। হত্যার সঠিক কারণ জানা না গেলেও ধারণা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এমনটা ঘটেছে।
পুলিশ জানায়, রিমা বেগমের স্বামী-সন্তানরা ঘুমিয়ে ছিলো। সন্তানরা হঠাৎ শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখে তাদের বাবা রক্তাক্ত অবস্থায় পরে আছেন এবং মা ঘর থেকে বের হয়ে যাচ্ছেন।
পরে প্রতিবেশীদের সহযোগিতায় আহত মুসলিম উদ্দিনকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুলাউড়া থানার এসআই সানাউল্লাহ বলেন, দায়ের কোপেই মুসলিমের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্ত্রী রিমা বেগম পলাতক আছেন।
এদিকে, নিহতের এক প্রতিবেশী দ্য ডেইলি স্টারকে বলেন, মুসলিম তার স্ত্রী ও সন্তানদের মাঝে মধ্যেই মারধর করতেন। সেই ক্ষোভ থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
Comments