মোস্তাফিজে চাপ মোস্তাফিজেই স্বস্তি

বাংলাদেশ তথা বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান। তাকে মেরে খেলা অনেকটাই কঠিন হয়ে যায়, তা হোক সে বিশ্বের যতো নামীদামী ব্যাটসম্যানই হন না কেন। চলতি বিপিএলে আরও দারুণ ছন্দে আছেন এ পেসার। বেশ কয়েকটি ম্যাচে তার জাদুকরী বোলিংয়ে জয় মিলেছে রাজশাহী কিংসের। প্রতিপক্ষের জন্য মোস্তাফিজ যেমন আতঙ্কের নাম তেমনি নিজ দলে তার অন্তর্ভুক্তি মানেই দারুণ স্বস্তির ব্যাপার।
ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ তথা বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান। তাকে মেরে খেলা অনেকটাই কঠিন হয়ে যায়, তা হোক সে বিশ্বের যতো নামীদামী ব্যাটসম্যানই হন না কেন। চলতি বিপিএলে আরও দারুণ ছন্দে আছেন এ পেসার। বেশ কয়েকটি ম্যাচে তার জাদুকরী বোলিংয়ে জয় মিলেছে রাজশাহী কিংসের। প্রতিপক্ষের জন্য মোস্তাফিজ যেমন আতঙ্কের নাম তেমনি নিজ দলে তার অন্তর্ভুক্তি মানেই দারুণ স্বস্তির ব্যাপার।

কিন্তু এ স্বস্তি কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছে দলের আরেক পেসার কামরুল ইসলাম রাব্বিকে। ডেথ ওভারে মোস্তাফিজের সঙ্গে রান আটকানোর দায়িত্ব চাপে তার ঘাড়েও। আর মোস্তাফিজকে খেলতে পারবেন না ভেবে অনেক ব্যাটসম্যানই বেছে নেন রাব্বিকে। তাকে মেরেই প্রয়োজনীয় রান তুলে নেওয়ার চিন্তাটা থাকে দলগুলোর পরিকল্পনায়। তাতে বল করার সময় বেশ চাপেই থাকতে হচ্ছে এ পেসারকে, ‘প্রতিটা দলই মোস্তাফিজকে নিয়ে ভিন্ন ধরণের চিন্তা করে। শেষে যদি ১০ রান দরকার হয় সেটা মোস্তাফিজের কাছ থেকে নেওয়া কঠিন। তাই আমার উপর চাপটা থাকে। সবাই চিন্তা করে যে রাব্বিকে মেরে খেলতে হবে।’

আবার স্বস্তিটাও টের পাচ্ছেন রাব্বি। তাই এ প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়াই জানালেন এ পেসার, ‘(দ্রুত রান তোলার জন্য) অন্য একজন বোলারকে বেছে নেয় প্রতিপক্ষ। সেক্ষেত্রে আমার জন্য অনেক কঠিন হয়ে যায়। তবে আমার ভিতরে একটা জিনিস থাকে যদি বাউন্ডারি চেক দিয়ে যদি বল করতে পারি কোনভাবে শেষ ওভারে ১০ বা ১২ রান রেখে যেতে পারি। তবে আশা করি ম্যাচটা জিততে পারবো কারণ মোস্তাফিজ আছে। এটা আমাকে সবসময়ই সাহায্য করে। ও বিশ্বের অনেক বড় বোলার।’

চলতি আসরে টিম কম্বিনেশনের কারণে প্রথম তিন ম্যাচে দলে ছিলেন না রাব্বি। চতুর্থ ম্যাচে রংপুরের বিপক্ষে সুযোগ পেয়েই পান দুই ওপেনারের উইকেট। এরপর নিয়মিত দলের হয়ে পারফর্ম করে যাচ্ছেন তিনি। অথচ তার গায়ে আছে টেস্ট বোলারের ট্যাগ। সে ট্যাগ অনেকটাই ঝেড়ে ফেলেছেন তিনি। নিজেকে সংক্ষিপ্ত সংস্করণের জন্যও একজন উপযোগী বোলার হিসেবে নিয়মিত তৈরি করছেন রাব্বি।

টেস্ট দলে নিজের অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যা করে বললেন, ‘টেস্ট ক্রিকেট আমি খেলেছি কিন্তু আমার পারফর্ম দেখেন আমি কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের সর্বাধিক উইকেটশিকারি ছিলাম। তাও খুব বেশিদিন আগের কথা না, দুই বছর আগে। সংক্ষিপ্ত সংস্করণ খেলার অভিজ্ঞতা আছে। প্রথম শ্রেণীর ম্যাচে লম্বা সময় টানা বোলিং করার সামর্থ্যের কারণেই আমাকে টেস্ট দলে নিয়েছিল। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিও উপভোগ করি। প্রতিনিয়ত শিখছি আরও ভালো করার চেষ্টা করছি।’

চলতি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে খেলেছেন রাব্বি। তাতে ১৮.৮০ গড়ে পেয়েছেন ১০ উইকেট। তবে কিছুটা খরুচে। ওভার প্রতি রান দিয়েছেন ৮.১৭ করে।  কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচজয়ী বোলিং রয়েছে তার। ৪ ওভার বল করে মাত্র ১০ রানের খরচায় নিয়েছিলেন ৪টি উইকেট।

Comments