তারকাদের ব্যাডমিন্টন লীগ শুরু

প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে বিএফডিসিতি শুরু হয়েছে আরএফএল প্লাস্টিকস সেলিব্রেটি ব্যাডমিন্টন লীগ (সিবিএল)। নূর ক্রিয়েশনস আয়োজিত এ প্রতিযোগিতায় জয়ের জন্য লড়ছে মোট ১২টি দল।
Apu Biswas
সেলিব্রেটি ব্যাডমিন্টন লীগ-এর উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে বিএফডিসিতি শুরু হয়েছে আরএফএল প্লাস্টিকস সেলিব্রেটি ব্যাডমিন্টন লীগ (সিবিএল)। নূর ক্রিয়েশনস আয়োজিত এ প্রতিযোগিতায় জয়ের জন্য লড়ছে মোট ১২টি দল।

দলগুলো মধ্যে রয়েছেন গায়ক আসিফ আকবর, লিজা, নিরব, ডন, আনিসুর রহমান মিলন, ইমন, বাপ্পী চৌধুরী, তৌসিফ মাহবুব, মানজুর কাদের জিয়া, তানভীর তারেক, আব্দুল আজিজ, সালমান মুক্তাদীর, শওকত আলী ইমন, রাজিব, সাঞ্জু জন, জয় চৌধুরী, আশিক, আহমেদ হুমায়ূন প্রমুখ।

‘সাম্পান’ ও ‘পানসি’ এই দুটি গ্রুপে ভাগ করা হয়েছে ১২টি দলকে। সেলিব্রেটি ব্যাডমিন্টন লীগ (সিবিএল)-এর আয়োজক হিসেবে রয়েছেন লিমন আহমেদ ও মুরাদ নূর।  

গতকাল (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির সূচনা করেন এক ঝাঁক তারকা। এ সময়ে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, শাহীন সুমন, শাহীন কবির টুটুল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আরএফএল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সদ্য প্রয়াত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, কিংবদন্তী গায়ক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

11m ago