সাব্বির কীভাবে দলে জানতেন না বিসিবি সভাপতিও

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়ার আগে এক রাশ বিস্ময় উপহার দিয়ে আবার জাতীয় দলে সাব্বির রহমান। তার ফেরায় চারদিকে চলছে নানা আলোচনা-সমালোচনা। চলছে নানা গুঞ্জন। কি ভিত্তিতে তাকে আবার ফেরানো হলো সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়। আর তার উত্তর জানেন না খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তাতে বিস্ময় বেড়েছে আরও।
বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ছবি: স্টার

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়ার আগে এক রাশ বিস্ময় উপহার দিয়ে আবার জাতীয় দলে সাব্বির রহমান। তার ফেরায় চারদিকে চলছে নানা আলোচনা-সমালোচনা। চলছে নানা গুঞ্জন। কি ভিত্তিতে তাকে আবার ফেরানো হলো সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়। আর তার উত্তর জানেন না খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তাতে বিস্ময় বেড়েছে আরও।

গত সেপ্টেম্বরে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় সাব্বির রহমানকে। যা শেষ হওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতে। তার আগে তার ফেরার কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন অধিনায়কের কথা। মাশরাফি বিন মুর্তজার জোরালো অনুরোধেই তাকে দলে নিয়েছেন বলে জানান নান্নু।

কিন্তু আবার অধিনায়ক বলেছেন ভিন্ন কথা। সাব্বিরকে দলে নেওয়ার যুক্তিটাই কেবল দিয়েছেন তিনি। নেওয়া না নেওয়া তো নির্বাচকের ব্যাপার। আর বিসিবি সভাপতি বললেন, সাব্বিরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বলেই জানানো হয়েছে তাকে, ‘যখন তালিকা আমার কাছে সই করার জন্য আসে, তালিকায় সবার সই করার পর। আমি জিজ্ঞাসা করেছিলাম ওর শাস্তির ব্যাপারটা। শাস্তি শেষ হচ্ছে কবে? আমাকে বলেছে শাস্তি শেষ। হয়তো ভুল করে বলেছে।’

তবে তাকে ভুল ব্যাখ্যা দিয়েছেন তা বলতে পারলেন না বিসিবি সভাপতি। আনমনে কেবল দুটি নাম উচ্চারণ করেছেন। তাদের কেউ একজন হতে পারে বলেছেন। প্রধান নির্বাচক ছাড়া অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের নাম বলেছেন তিনি। তবে নিশ্চিত নন।

তবে ধারণা থেকে সাব্বিরকে অন্তর্ভুক্তির কিছুটা ব্যাখ্যা দিলেন পাপন, ‘হতে পারে অধিনায়ক কোচ ওরা হয়তো চেয়েছে। আগে থেকেই চেয়েছিল। চেয়েছিল বিশ্বকাপের জন্য। স্বাভাবিকভাবে ওরা বলছিল যদি পারফর্ম করে তাহলে বিশ্বকাপে ওর একটা সুযোগ আছে। বিশ্বকাপের আগে এই সিরিজটায় ওকে খেলাতে নাও পারে। দলের সঙ্গে নিয়ে গেল হয়তো ওর মানসিকতা ও অনুভূতি সব ঠিক করার জন্য। সতর্কীকরণের জন্যও হতে পারে।’

তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে জাতীয় দলে ফেরায় সাব্বিরের জন্য বেশি চ্যালেঞ্জিং মনে করছেন পাপন। এটাই তার জন্য শেষ সুযোগ বলছেন তিনি, ‘আমি মনে করি আরও বেশি সময় নিয়ে, আরও বুঝে শুনে আসলে ওর জন্য ভালো হতো। এখন ওর জন্য ঝুঁকি অনেক বেশি। কারণ একটা ছোট ভুল ওর ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। এটা অবশ্যই ওর জন্য শেষ সুযোগ। এরপরেও যদি আবারো করে জীবনও আর খেলতে পারবে না।’

নিষেধাজ্ঞায় পড়ার পর ঘরোয়া ক্রিকেটেও বাজে সময় কেটেছে সাব্বিরের। জাতীয় লিগে তার ব্যাট হাসেনি। চলতি বিপিএলেও সুবিধা করে উঠতে পারছেন না। তবে সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮৫ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। সে ইনিংসে উৎসাহিত হয়েই তাকে দলে নেওয়া হতে পারে বলে মনে করছেন পাপন।

Comments

The Daily Star  | English

Govt uncertain of Hasina's whereabouts: Foreign Adviser

"We inquired with Delhi and with the United Arab Emirates, no one has been able to provide official confirmation," said the adviser

48m ago