ক্রিকেট খেলাটা যখন ডি ভিলিয়ার্সের কাছে বিরক্তিকর

ছবি: ফিরোজ আহমেদ

ব্যাটিংয়ে যখন নামলেন তখন দলের রান মাত্র ৫। হারিয়ে ফেলেছেন টপ অর্ডারের সেরা দুই উইকেট। কিন্তু সেখান থেকেই কি সাবলীল ভাবেই না ব্যাটিং করলেন রংপুর রাইডার্সের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। মূলত চট্টগ্রামে ব্যাটিং স্বর্গের মহিমাই উপভোগ করেছেন এ প্রোটিয়া তারকা। কিন্তু নিয়মিত এমন উইকেটে খেলতে চান না তিনি।

ব্যাটসম্যানরা ব্যাটিং উইকেট চাইবেন এমনটাই স্বাভাবিক। তাহলে চার ছক্কার ফুলঝুরি ফোটাতে পারেন। আর ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানের জন্য কাজটা আরও সহজ হয়ে যায়। কিন্তু নিয়মিত এমন উইকেটে খেলার চেয়ে মাঝে মধ্যে কঠিন উইকেটে সংগ্রাম করতে পছন্দ করেন তিনি। কারণ অন্যথায় ক্রিকেট খেলাটাই তার কাছে বিরক্তিকর হয়ে যায়।

আগের দিন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ভিলিয়ার্স। ৫০ বলের সে ইনিংস ৮টি চার ও ৬টি বিশাল ছক্কা মেরেছেন এ ব্যাটসম্যান। আর সব শটই বেশ সাবলীলভাবেই মেরেছেন তিনি। চট্টগ্রামের প্রাণবন্ত উইকেটে শুরু থেকেই যেন সেট ছিলেন তিনি।

তাই ডি ভিলিয়ার্সের কাছে প্রশ্ন রাখা হয় চট্টগ্রামের উইকেটই কি বিপিএলের সব ম্যাচ আয়োজন করা উচিৎ? ভিলিয়ার্সের উত্তর, ‘না, তাহলে এটা বিরক্তিকর হয়ে যাবে। আমি যতো উইকেটে ক্রিকেট খেলেছি সবই আলাদা ছিল। এমনকি আমার দেশেও প্রেটোরিয়া থেকে পোর্ট এলিজাবেথ হতে ডারবান, সব সময়ই আলাদা উইকেট হয়। আর এ কারণেই ক্রিকেট খেলাটা মজার। এতে আপনি সব কন্ডিশনে সব পরিবেশে মানিয়ে নেওয়া শিখবেন।’

আগের দিনই ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেটে যেতে হয়েছে ভিলিয়ার্সকে। লক্ষ্য বড় থাকায় মানিয়ে নেওয়ার সুযোগও পাননি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে হয়েছে। সে উদাহরণ টেনেই ক্রিকেটের মজার কথা বললেন এ ব্যাটসম্যান, ‘মাঝে মধ্যে আপনি একটু আগে উইকেটে যাবেন এবং একটু আগ্রাসী থাকবেন। আবার মাঝে মধ্যে আপনাকে চাপ সামলাতে হবে। এটাই এ খেলার মজার অংশ।’

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago