‘২০১৮ সালে সড়কে প্রাণ হারিয়েছেন ৪,৪৩৯ জন’
গেলো বছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪,৪৩৯ জন। এমন তথ্য জানানো হয়েছে ‘নিরাপদ সড়ক চাই’-এর পক্ষ থেকে।
আজ (২৯ জানুয়ারি) রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার এই পরিসংখ্যান তুলে ধরেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
তবে তার এই হিসাবটি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবের তুলনায় অনেক কম। সমিতির হিসাবে বলা হয়, ২০১৮ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৭,২২১ জন।
সমিতি কীভাবে এই হিসাবটি দাঁড় করিয়েছে তা তার জানা নেই উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন বলেন, “আমাদের নিজস্ব সূত্র অনুযায়ী আমরা আমাদের প্রতিবেদনটি তৈরি করেছি।”
Comments