টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত

২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়েছে। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় এই বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে প্রাথমিক পর্ব। আর এই প্রথম রাউন্ডের খেলা পড়েছে হোবার্টে।

২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়েছে। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় এই বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে প্রাথমিক পর্ব। আর এই প্রথম রাউন্ডের খেলা পড়েছে হোবার্টে।

১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। হোবার্টের বেলেরিভ ওভালে ওই ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী হবে বাছাই পর্ব উৎরে আসা আরও তিন দল।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে প্রথম রাউন্ডে খেলবে শ্রীলঙ্কাও। তারা পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপেও অংশ নিবে বাছাই পেরিয়ে আসা আরও তিন দল।

এই দুই গ্রুপ থেকে সেরা দুটি করে চার দল উঠবে চূড়ান্ত পর্বে। যার নাম দেওয়া হয়েছে সুপার টুয়েলভ। সেই সেরা বারো দলের ৮ দল এরমধ্যেই ঠিক হয়ে আছে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সেরা ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে অপেক্ষায় আছে মূল লড়াইয়ের।

২৪ অক্টোবর শুরু হবে মূল পর্বের খেলা। সেখানে গ্রুপ ওয়ানে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুই দল।

গ্রুপ ওয়ান ও গ্রুপ টু থেকে সেরা চার দল উঠবে সেমিফাইনালে।

গ্রুপ টু-তে থাকছে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুই দল।

১১ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হবে সিডনিতে, পরদিন দ্বিতীয় সেমিফাইনাল হবে অ্যাডিলেডে। ১৫ নভেম্বর মেলবোর্নে হবে ফাইনাল।

মোট ৪৫ ম্যাচের বিশ্বকাপ খেলা হবে অস্ট্রেলিয়ার সাত শহরে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেরও সূচি চূড়ান্ত করেছে আইসিসি। ১০ দলের ওই টুর্নামেন্টও হবে অস্ট্রেলিয়ায়। ২১ ফেব্রুয়ারি শুরু হয়ে ফাইনাল হবে ৮ মার্চ, বিশ্ব নারী দিবসে।

Comments